Web bengali.cri.cn   
ভোটে জয়যুক্ত হবার জন্য জার্মানির রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস্য পদ্ধতি
  2013-09-30 20:00:36  cri



আমরা সবাই জানি, রাজনৈতিক দলগুলো ভোটারের সমর্থন আদায়ের বা তাদের মন ভুলাতে কত কিছুই না করে। কখনো কখনো ভোটারদের জন্য নানা রকম আকর্ষণীয় পদ্ধতিতে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এক্ষেত্রে যে সব অনুষ্ঠান প্রায় সব সময় দেখা যায়- যেমন বক্তৃতা, রাজনৈতিক দলের প্রধান ভোটারদের সঙ্গে দেখা করা ইত্যাদি। তবে আপনারা কি কল্পনা করতে পারেন যে জার্মানির রাজনৈতিক দলগুলো সত্যি খুবই খুবই আকর্ষণীয় পদ্ধতি বেছে নিয়েছে।

সম্প্রতি জার্মানির ক্ষমতাসীন পার্টি দেশের গুরুত্বপূর্ণ বড় শহর দুসেলডোর্ফে নির্বাচনে ভোটারের সমর্থন আদায়ের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। মঞ্চে স্কীন কালার বা চামড়া রং-এর কাপড় পরা সুন্দরীরা স্বচ্ছ প্লাস্টিক বল নিয়ে নৃত্য করা। নিশ্চয়ই বলতে পারি এমন অনুষ্ঠান, বিশেষ করে নির্বাচনকে মাথায় নিয়ে এমন অনুষ্ঠান আর কোনো দেশে করা হয়েছে কি না জানি না। আর আপনারা জানেন যে কত দর্শক সে অনুষ্ঠান দেখেছে? সাত হাজারেরও বেশি দর্শক সেই অনুষ্ঠান দেখেছে। জার্মানির একটি স্থানীয় পত্রিকায় শিরোনাম হয়েছে এরকম যে "নির্বাচন এত সেক্সি হতে পারে"। হ্যাঁ, এটা নিশ্চয়ই খুব খুব অন্য রকম এবং বিশেষ একটি অনুষ্ঠান, তবে জার্মানির প্রধানমন্ত্রী এ্যঞ্জেলা মার্কেল মনে করেন এটা বিশেষ কিছু নয়, খুব সাধারণ একটি অনুষ্ঠান।

ক্ষমতাসীন পার্টি সুন্দরী ললনাদের নিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করায় অন্য রাজনৈতিক পার্টিও তো থেমে থাকবে না, তাই না? তারও চেষ্টা করেছে আরও দৃষ্টিকারা অন্য রকম কিছু অনুষ্ঠান আয়োজন করার। যেমন সে দেশের গ্রীণ পার্টির শিক্ষা নীতি বিষয়ক মুখপাত্র মুটলু এবং পার্টির প্রার্থী একসাথে একটি কিন্ডারগার্টেনে যান এবং ছোট ছোট শিশুদের জন্য সুস্বাদ্যু খাবার রান্না করেন। হ্যাঁ, তাদের এমন আচরণ এবং এমন অনুষ্ঠান অবশ্যই ভোটারদের ভীষণ পছন্দের হবে, তাই না? কিন্তু ভোটা সব সময় তাদের অধিকারের বিষয়ে থাকেন সচেতন, তাই কিছু কিছু ভোটার বলেন, আমাদের জীবনে বাস্তব কিছু সমস্যা রয়েছে, আমার অবসরভাতা যথেষ্ট নয়, আমাকে আপনি বিজয়ী হলে কি সাহায্য করতে পারবেন? হ্যাঁ, সত্যি, এমন অনুষ্ঠানের চেয়ে আচরণ আরো গুরুত্বপূর্ণ, আশা করি বিভিন্ন পার্টির প্রার্থীরা সত্যি জনগণের স্বার্থকে প্রথম স্থানে রাখবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক