

এ বছরের প্রথম দিকে স্মল সোয়ান কোম্পানি নতুন ধরনের কাপড়-ধোয়া যন্ত্র বাজারে ছেড়েছে। সেটা কেবল কাপড়ের ওজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে পরিমার্জক দিতে পারে না, বরং দূর থেকে এটি নিয়ন্ত্রণ করা যায়। এখন স্মল সোয়ান কোম্পানি আন্তর্জাতিক মানের ফ্রিকোয়েন্সি রূপান্তর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমান ড্রাইভ নিয়ন্ত্রণ, কাঠামো নকশা আর শিল্প নকশাসহ মূল প্রযুক্তিগুলো অধিকার করেছে। এ কোম্পানির ৯০০টি পেটেন্ট আর ২০০টি সফটওয়্যারের গ্রন্থস্বত্ব আছে।
প্রযুক্তি খাতে নবায়ন করার পাশাপাশি স্মল সোয়ান কোম্পানি গুণমান প্রত্যয়ন ব্যবস্থার ওপরও গুরুত্ব দেয়। পরীক্ষা কেন্দ্রের পরিচালক কাও ইয়াং গর্বের সাথে বলেন, "মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড অনুসারে আমরা পণ্য উত্পাদন করি। আসলে জ্বালানি ক্ষয়ের হারও এক ধরনের বাণিজ্যিক বাধা। প্রতিটি দেশের নিজের জ্বালানি ক্ষয়ের মানদণ্ড আছে। প্রধান মানদণ্ড ব্যবস্থার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীনের তাইওয়ান আর হংকং বিশেষ অঞ্চল ইত্যাদি। একই মানদণ্ড ব্যবস্থার অধীনে বিভিন্ন অঞ্চলের পানির কাঠিন্য, চাপ ও তাপমাত্রাও ভিন্ন হতে পারে। সুতরাং কোনো বাজারে পণ্য বিক্রি করার সময় তাদের মানদণ্ড অনুসারে পণ্য উত্পাদন করা দরকার।"
চীনের স্মল সোয়ান ব্র্যান্ডের কাপড়-ধোয়া যন্ত্র
২০১২ সালের শেষ নাগাদ চীনের স্মল সোয়ান ব্র্যান্ডের কাপড়-ধোয়া যন্ত্র ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিক্রি হয়েছে এবং বিশ্বের ৪ কোটি ৫০ লাখ ভোক্তার স্বীকৃতি পেয়েছে। এখন কেবল লাতিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়; স্মল সোয়ান ব্র্যান্ডের পণ্য আছে আমেরিকা ও ইউরোপের বাজারেও। এ পর্যন্ত এ কোম্পানি যুক্তরাষ্ট্রে ২০ লাখ কাপড়-ধোয়া যন্ত্র রপ্তানি করেছে।
চীনের গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প উচ্চ ও নতুন প্রযুক্তি আয়ত্ত করার পাশাপাশি জ্বালানিসাশ্রয় ও পরিবেশ রক্ষার প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বের আরো বেশি পরিবারের কাছে চীনের উন্নত মানের গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং তাদেরকে আরো সুবিধাজনক ও আরামদায়ক জীবন উপভোগের সুযোগ করে দেওয়া। (ইয়ু/এসআর)

| ||||



