Web bengali.cri.cn   
সিন চিয়াংয়ের প্রথম যুব ব্যাডমিন্টন প্রতিযোগিতা ১৭ আগস্ট থেকে
  2013-09-06 19:27:47  cri

 

আগস্ট ১৫: আগামী ১৭ থেকে ১৯ আগস্ট চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের 'খে লা মা ই' শহরে অনুষ্ঠিত হবে 'ছুয়ান ছেং পেই' ওপেন যুব ব্যাডমিন্টন প্রতিযোগিতা। অঞ্চলের ক্রীড়া বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করছে। এটিই হচ্ছে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম ওপেন যুব ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

মোট ৩ শ' যুব ব্যাডমিন্টন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এ প্রতিযোগিতা যুবকদের অদম্য সংগ্রামের শ্রেষ্ঠ দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।

অলিম্পিক গেমসে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন লিন তান এবারের প্রতিযোগিতা চলাকালে সেখানে উপস্থিত থাকবেন। এ সুযোগে যুব ব্যাডমিন্টনের বিপুল সংখ্যক অনুরাগী সামনাসামনি তাদের 'সুপার তান' – লিন তানকে দেখতে পারবেন।

এ প্রতিযোগিতায় সহায়তা দেওয়া বিভিন্ন বিভাগ ও এলাকার অন্যতম 'খে লা মা ই' শহর হচ্ছে একটি শক্তিশালী আধুনিকায়ন ও নবোদিত শিল্পশহর, যার সুখ্যাতি রয়েছে জাতীয় সভ্যতাশহর, জাতীয় স্বাস্থ্যশহর, জাতীয় উদ্যানশহর এবং চীনের উপযুক্ত পর্যটনশহর হিসেবে।

২০১২ সালে 'খে লা মা ই' শহরে উত্পাদনের পরিমাণ ছিল ৮১ বিলিয়ন ইউয়ান।( ওয়াং হাইমান/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক