Web bengali.cri.cn   
চীনের দ্বাদশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেন ইয়াংয়ে শুরু
  2013-09-06 18:44:17  cri

বন্ধুরা, চীনের দ্বাদশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ৩১ আগস্ট লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং অলিম্পিক ক্রীড়া-কেন্দ্রে শুরু হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি একটি ভাষণও দেন। বন্ধুরা, আজকের ক্রীড়াজগত অনুষ্ঠানে রয়েছে এ সম্পর্কিত একটি প্রতিবেদন।

"আমি ঘোষণা করছি - চীন গণপ্রজাতন্ত্রের দ্বাদশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু।"

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এই ঘোষণার সঙ্গে সঙ্গে চীন গণপ্রজাতন্ত্রের দ্বাদশ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

চীনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিউ ফেং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা তার আয়োজনের ৫৪ বছরে কেবল সক্রিয়ভাবে চীনের প্রতিযোগিতাশীল ক্রীড়ার মান উন্নয়ন করেনি, জোরালোভাবে চীনা জনসাধারণের স্বাস্থ্য-সচেতনতাও বাড়িয়েছে। এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাও সংস্কার, সমন্বয়, সাশ্রয় ও সৃজনশীল একটি প্রতিযোগিতা হবে।

এবারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় বিকেলে। ১৯৮৭ সালের পর এই প্রথম বিকেলে হলো উদ্বোধনী অনুষ্ঠান। সে জন্য কোনো আতশবাজি বা বিনোদনমূলক সান্ধ্য-অনুষ্ঠান ছিল না এবং কোনো বিখ্যাত স্টারও ছিলেন না অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫ হাজার ব্যক্তির সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে ছিল সংগীতের তালে তালে কিউ ও থাই চিসহ নানা ধরনের শরীরচর্চা। আগের সব উদ্বোধনী অনুষ্ঠান থেকে এবারেরটিকে ভিন্ন বলা হলেও এবারের অনুষ্ঠানের পরিচালক ইয়াং রুং মনে করেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্কৃতির বিষয়টিও প্রতিফলিত হয়। এ সম্পর্কে তিনি বলেন:

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক