Web bengali.cri.cn   
দ্বিতীয় এশিয়ান যুব গেমসের জন্য চীনা দল গঠন
  2013-09-06 18:33:15  cri

 

আগস্ট ৭: দ্বিতীয় এশিয়ান যুব গেমসে অংশগ্রহনের জন্য চীনা প্রতিনিধি দল ১ আগস্ট পেইচিংয়ে গঠন করা হয়েছে। চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর উপ-মহাপরিচালক এবং এশীয় যুব গেমসে চীনা প্রতিনিধি দলের প্রধান ছাই চেন হুয়া প্রতিনিধি দলের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জোর দিয়ে বলেন, এবারের গেমসের সাফল্য অর্জনের বিষয়টি নির্ভর করছে প্রতিনিধি দলের নিষ্ঠা, একাগ্রতা ও যথাযথ ভাবমূর্তি প্রকাশের উপর। খবর সিন হুয়া বার্তা সংস্থার।

১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দ্বিতীয় এশিয়ান যুব গেমস চীনের নান চিং শহরে অনুষ্ঠিত হবে। ৩৮৭জন নিয়ে গঠিত চীনা প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ২৫৬জন খেলোয়াড়। তাঁরা এবারের গেমসের ১৬টি বড় ইভেন্ট ও ১২০টি ছোট ইভেন্টের সবগুলো ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ক্রিড়াবিদদের গড় বয়স হচ্ছে ১৬ বছর। এদের মধ্যে নিবন্ধিত খেলোয়াড়সহ বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীও আছেন।

এশিয়ান যুব গেমস হচ্ছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া'র উদ্যোগে এশিয়ার পাঁচটি বহুমুখী গেমসের মধ্যে অন্যতম। এই গেমস্ এর নিয়মানুযায়ী অংশগ্রহণকারী খেলোয়াড়ের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য, প্রথম এশিয়ান যুব গেমস ২০০৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। (ওয়াং হাইমান/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক