Web bengali.cri.cn   
সাগর
  2013-09-05 16:27:54  cri



সম্প্রতি আমি লক্ষ্য করছি যে, অনেক বেশি সংখ্যক শ্রোতা আমাদের আলোছায়া অনুষ্ঠান শোনার পর চিঠি বা ইমেইল লিখে অনুভূতি আর মতামত ব্যক্ত করছেন। এটা লিপন ভাই ও আমার জন্য অত্যন্ত দারুণ একটি খবর। অধিক সংখ্যক শ্রোতা যখন আমাদের তৈরী অনুষ্ঠান পছন্দ করেন, তখন তা আমাদের কাজ করার সবচেয়ে বড় উত্সাহ আর চালিকা শক্তি হয়ে ওঠে।

আজকের অনুষ্ঠান শুরু করার আগে একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাতে চাই।

বাংলাদেশের ঢাকার উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মহাপরিচালক প্রকৌশলী মো: মঞ্জুরুল আলম রিপন তাঁর ইমেইলে লিখেন:

২৫ জুলাইয়ের আলোছায়া অনুষ্ঠানে কুইল নামে একটি কুকুরের সত্য জীবন কাহিনী ভিত্তিক সিনেমার ওপর সুন্দর পরিবেশনা শুনলাম। কুকুর যে মানুষের কতটুকু সহকারী এবং আপনজন হতে পারে এ সিনেমা না দেখলে হয়তবা বোঝা যাবে না। তবে গল্প শুনে মনে হলো কুইল রিং চেন দম্পতি এবং মালিক তু বিয়েনকে সত্যি আপন করে নিতে পেরেছিলেন যার প্রমাণ মেলে কুইলের লিউকোমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুর রেশ ধরে। সিনেমাটির কিছু স্ক্রিপট ইউ টিউবের মাধ্যমে দেখার ইচ্ছা ছিলো কিন্তু সার্চ করে পেলাম না। উক্ত কুইল সিনেমার ডিভিডি পাঠানো সম্ভব হলে পাঠাবেন আশা করি।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক