

0829ruby
|
প্রেমিকের গতিবিধ অনুসরণ' নামক অ্যাপলিকেশনটি ব্যক্তিগত পকেট গোয়েন্দা হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। এর মাধ্যমে প্রেমিক – প্রেমিকা পরস্পরের অবস্থান জানতে পারেন। এমন কি লক্ষ্য ব্যক্তির ফোনালাপও আপনি শুনতে পারবেন। ফলে অ্যাপলিকেশনটি প্রকাশের পরপরই দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। প্রকাশের দু'মাসের মধ্যে এ অ্যাপলিকেশন এ পর্যন্ত ৫০ হাজারবার ডনলড করা হয়েছে।
তবে অ্যাপলিকশন ব্যবহার করতে প্রতি মাস ২ মার্কিন ডলার ব্যয় করতে হয়। অ্যাপলিকেশনটির উদ্ভাবক ২৪ বছর বয়সী মাসিউস গেরিনো বলেন, তিনি তার মেয়ে বন্ধুর সঙ্গে মজা করার জন্যই কেবল এ অ্যাপলিকেশনটি উদ্ভাবন করেছেন। কিন্তু অ্যাপলিকেশনটি দ্রুতই বন্ধুদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে। তিনি বলেন, ব্রাজিলের একটি সাধারণ প্রবণতা যে, সেখানের মানুষ প্রায়ই তাদের প্রেমিক-প্রেমিকা পরিবর্তন করতে থাকে। এ সমস্যা মোকাবিলার জন্যই সে এ অ্যাপলিকেশনটি উদ্ভাবন করেছে। অনেকেই এই ধরনের একটি অ্যাপলিকেশন উদ্ভাবনে তাদের কৃতজ্ঞ প্রকাশ করেছে। কারণে এ অ্যাপলিকেশনের মাধ্যমে প্রেমিক-প্রেমিকা পরস্পরের কাছে মিথ্যা কথা বলেছেন কিনা, তা প্রমাণ পেয়ে যাবে। তিনি বলেন, এ পর্যন্ত তিনি ৫০জন লোকের কাছ থেকে তিনি কৃতজ্ঞতামূলক বাণী পেয়েছেন।
কিন্তু তা সত্ত্বেও অনেকেই এ অ্যাপলিকেশনটির বিরোধিতা করেন। কারণ এ অ্যাপলিকেশনের কারনে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা হুমকির পড়েছে অনেকেই অভিযোগ করেন। আর এই দিকটির বিবেচনায় গুগল অ্যাপলিকেশনটি বাতিল করে দেয়। মজার বিষয় হচ্ছে আইনী বিশেষজ্ঞদের মতে এ অ্যাপলিকেশন ব্রাজিলের কোনো আইন লঙ্ঘন করেনি।
আসলে ২০১১ সালে জাপানে এ ধরনের একটি এ্যাপলিকেশন প্রকাশ করেছিলো। এ্যাপ্লিকেশনটিকে জাপানি তরুণ প্রেমিক প্রেমিকারা বেশ গুরুত্ব সহকারে নেয়। গুগলের মতো এ অ্যাপলিকেশনটির বিরূদ্ধেও অনেক অভিযোগপত্র পায়। কিন্তু অ্যাপলিকেশন উদ্ভাবিক কোম্পানি এটিকে বন্ধ না করে বরং আরো উন্নত করেছে।
উন্নত অ্যাপলিকেশনে ডাউনলোডের সময় 'ডাউনলোডকারীর বয়স ২০ বছরই বেশি' এ কথা লেখা আছে এবং অ্যাপলিকেশন ব্যবহার করলে লক্ষ্য ব্যক্তির অনুমোদন লাগবে। অনুমোদন না পেলে এ অ্যাপলিকেশন কার্যকর হবে না। উদ্ভাবক বলেন, এ অ্যাপলিকেশনের ভুল হতে পারে বলে এর সব তথ্য শুধুমাত্র রেফারেন্সের জন্য। এছাড়া তিনি জোরদিয়ে বলেন, অ্যাপলিকেশনটির ব্যবহার অধিকাংশই তাদের পরিবারের সদস্য ও বন্ধু মহলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ব্যবহারকারীরা পরিবারের সদস্য ও বন্ধুর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ব্যবহার করছে এ অ্যাপলিকেশনকে। ফলে এ পদ্ধতিতে ব্যবহার করায় এ্যাপ্লিকেশনটির বিরূদ্ধে অভিযোগের পরিমান অনেক কমে যায়।




