Web bengali.cri.cn   
নাসা আগামী বছরে ৩ডি প্রিন্টার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাবে
  2013-08-22 20:07:53  cri


নাসাNASA নাসা আগামী বছরে ৩ডি প্রিন্টার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করছে। এ প্রিন্টার ২০১৪ সালে জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাবে। যার মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নতমানের ৩ ডি প্রিন্টার উদ্ভাবনে পথ প্রস্তুত হলো।

এ ৩ডি প্রিন্টারের মাধ্যমে মহাকাশচারীরা তাদের পণ্য ডিজাইন ও প্রিন্ট করতে পারবেন। যার ফলে মহাকাশে তাদের সব সমস্যা সমাধাণ করা সম্ভব হবে। ১৯৭০ সালে আপোলো ১৩ নম্বর উড়াজাহাজের ক্রু টেপ, পেপার ও প্লাস্টিক ব্যাগ দিয়ে জাহাজের ফিল্টার মেরামত করেছেন। এ মাসের আগে, ভারতীয় মহাকাশচারী লূকা পার্মিটানো হেলমেটের বায়ুচলাচল সিস্টেম ডিস্ক্রিপ্টরের লিক হওয়ার কারণে মহাকাশে পদচারণা বন্ধ করেছেন। এমনি নানাবিধ সমস্যা ভবিষ্যতে ৩ডি প্রিন্টারের মাধ্যমেই সমাধান করা সম্ভব হবে।

নাসার জিরো মাধ্যাকর্ষণ ৩ডি প্রিন্টিং প্রযুক্তি বিষয়ক একজন কর্মকর্তা জানান, 'আমাদের লক্ষ্য হবে এ প্রিন্টার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ব্যবহার উপযোগী করা। তাহলে ভবিষ্যতে আমরা এ ধরণের প্রিন্টার দিয়ে যে কোনো যন্ত্র ও সরঞ্জাম বানাতে সক্ষম হবো।

মহাকাশ প্রস্তুতকারী কোম্পানির প্রথম প্রযুক্তিবিদ জসন তুন বলেন, আমরা এখন ৩ডি প্রিন্টার নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছি। এ প্রিন্টার নিম্ন মাধ্যাকর্ষণের পরিবেশে কাজ করতে পারে। এটি একটি ব্যাপক অগ্রগতি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক