

দূর থেকে দেখলে বাঁশের তৈরী সাইকেলকে সাধারণ সাইকেলের মতোই মনে হবে। কিন্তু এটিতে যখন আপনি চড়বেন তখন আপনার বেশ হালকা ও নমনীয় বোধ হবে। যা সহজেই সাইকেল অনুরাগীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠে। ডেনিয়ার ভোগেল ও স্টেফান ব্রুনিং বার্লিনে ওজোন সাক্লেরি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং এই কোম্পানী থেকেই তিনি তৈরী করেছেন বাঁশের সাইকেল। ডেনিয়ার নিজেরও একটি বাঁশের সাইকেল আছে। এ সাইকেল সম্পর্কে তিনি বলেন:
'এ সাইকেলের ওজন প্রায় ২ কেজি, যা বাজারে উচ্চ পর্যায়ের স্টীল নিয়ে তৈরি সাইকেলের মতই। এর আগে আমরা ১.৫ কেজি ওজনের সাইকেল তৈরি করেছি। যেটিকে এপর্যন্ত সবচেয়ে হালকা বলে আমরা মনে করি। স্টীল দিয়ে তৈরি সাইকেল চালাতে ভালো লাগে। তবে অনেকে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সাইকেল পছন্দ করেন না। শক্ত হলেও আরামদায়ক নয়। আমি সবাইকে বলতে চাই যে, বাঁশ দিয়ে তৈরি সাইকেল খুবই সুন্দর আর আরামদায়ক। অন্য যেকোনো সাইকেলের তুলনায় এ সাইকেল আরও অধিক মজবুত এবং উচু নিচু পথে সহজেই নমনীয়তার সাথে চলতে পারে।
ওজোন সাইকলেরি কোম্পানিতে ক্রেতারা নিজের মতো সাইকেল এসেম্বলি করতে পারেন। তবে এর একটি অসুবিধা হচ্ছে যে, বাঁশ বড় ও ছোট, হালকা ও ভারি থাকার কারণে এ ধরণের সাইকেল সব সময়ে চাহিদা মতো উত্পাদন করা যায় না। কিন্তু ক্রেতাদের জন্য নিজের মতো সাইকেল এসেম্বলি করাটা বেশ আনন্দময় একটি ব্যপার হয়ে ওঠে। এ সম্পর্কে তিনি বলেন,
'নিজের মতো সাইকেল এসেম্বল করতে চাইলে বাশঁ ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত। সাইকেলের বিভিন্ন অংশে বাঁশ ব্যবহার করা যায়। তবে প্রতিটি বাঁশের ওজন ও ব্যাস একই নয়। সেগুলোর মধ্যে আপনি যেটা চান, সেটা বেছে নিতে হবে। তারপর একে একে যুক্ত করে তৈরী করে নিন আপনার পছন্দের সাইকেল।
অনেকে জানতে চান যে, এ ধরণের সাইকেল দামী না সস্তা। হ্যাঁ বন্ধু এ শিল্পকর্মটি এখনো সাধারণ ক্রেতার হাতের নাগালে নেই। এমন একটি সাইকেলের জন্য আপনাকে কমপক্ষে ১০০০ ইউরো মতো খরচ করতে হবে। আবার যদি আপনি নিজে সাইকেলটির এসেম্বল করতে চান, তাহলে আপনাকে প্রশিক্ষণ বাবদ ফি দিতে হবে। আনন্দের কথা হচ্ছে যে, দামী হলেও সাইকেল অনুরাগীরা নিজের তৈরি সাইকেলই বেশি পছন্দ করেন। রোবিন নামে রয়েছে এমনি মজার একজন মানুষ। তিনি মজা করে বলেন,
'রাস্তায় সাধারণ সাইকেল চালালে কেউই আপনার দিকে তাকাবেন না। তবে, আপনি যদি এ ধরণের একটি সাইকেল চালান দেখবেন সবাই আপনাকে দেখছে। খুব মজার তাই না?
কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেন, বাঁশের তৈরী সাইকেলের কাঠামো নিশ্চয়ই স্টীলের তুলনায় মজবুত নয়। এক্ষেত্রে ডেনিয়ার তাঁর সাইকেলের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, বাঁশের তৈরী হলেও এটি ভীষণ মজবুত। প্রতিদিন আপনি এটিকে চালাতে পারেন'। তিনি আরও বলেন,
" বাঁশ দিয়ে তৈরি সাইকেল কমপক্ষে দশ বছর ধরে ব্যবহার করা যায়। কেউ যদি বলেন যে, দু'বছরের মধ্যে সাইকেলটি নষ্ট হয়েছে, তাহলে আমি বিনাপয়সায় তাকে আরেকটি উপহার দেবো।
0822
|




