Web bengali.cri.cn   
চাংচৌ বিমানবন্দরের উন্নয়ন
  2013-08-12 18:39:04  cri

হোনান হচ্ছে চীনের একটি জনবহুল প্রদেশ। এ প্রদেশের জনসংখ্যা প্রায় ১০ কোটি। এখানে পর্যাপ্ত মানবসম্পদ আর বাজার আছে। তবে অর্থনৈতিক উন্নয়নের মান তেমন উন্নত নয়। হোনান প্রদেশের গভর্নর শিয়ে ফু চান বলেন, "আনুসঙ্গিক কারিগরি শিল্পের উন্নয়ন বিমানবন্দর নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবাশিল্প উন্নয়ন করার মাধ্যমে আধুনিক নির্মাণশিল্প আর উচ্চ মানের নির্মাণশিল্পের বিকাশ অর্জিত হবে। এভাবে আমাদের তিনটি শিল্প আরো সমন্বিত হবে, আমাদের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার শক্তি আরো বাড়বে।"

২০১২ সালে চাংচৌ সিনচাং সার্বিক শুল্কমুক্ত এলাকা প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে মধ্য চীনের প্রথম সার্বিক শুল্কমুক্ত এলাকা। এ পর্যন্ত ফক্সকন, সিনোট্রান্স লিমিটেড, বোনডেক্স প্রজেক্ট লজিস্টিক্স কোম্পানি লিমিটেডসহ দশটি ইলেকট্রনিক পণ্য উত্পাদন আর আনুসঙ্গিক কারিগরি প্রতিষ্ঠান সিনচাং শুল্কমুক্ত এলাকায় প্রবেশ করেছে। ২০১২ সালে এ শুল্কমুক্ত এলাকার আমদানি ও রপ্তানির মোট পরিমাণ চীনের ৩১টি সার্বিক শুল্কমুক্ত এলাকার মধ্যে দ্বিতীয় স্থানে ছিল।

এখন চাংচৌ বিমানবন্দর আনুসঙ্গিক কারিগরি খাতে বিশ্বের বড় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিমানবন্দরের ভবিষ্যত সম্পর্কে আনুসঙ্গিক কারিগরি খাতের মার্কিন কোম্পানি ফেডেক্স-এর চীনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক চাং ইয়ু বলেন, "২০২০ সাল নাগাদ চাংচৌর মাল বোঝাই ও খালাসের পরিমাণ বর্তমানের ১০ টন থেকে বেড়ে ২০০ টন হবে, অর্থাত্ ২০ গুণ বাড়বে। সে সময় এ বিমানবন্দরে পাঁচটি রানওয়ে আর পাঁচটি টার্মিনাল থাকতে হবে। এখানকার বিমানবন্দরের সংযোগস্থলের ভূমিকা আরো জোরালো হবে।"

বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরে প্রতি দশ টন মাল বাড়লে ৮০০টি কর্মসংস্থান সৃষ্টি হয়। বড় ধরনের সংযোগস্থল বিমানবন্দরে ১০ লাখ যাত্রী বৃদ্ধি পেলে স্থানীয় অর্থনীতির প্রবৃদ্ধি-হার ০.৫ শতাংশ বাড়ে এবং ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়। অর্থাত্ ২০২০ সালে হোনান বিমানবন্দরের যাত্রীর যাতায়াত আর মাল বোঝাই ও খালাস বৃদ্ধির দরুণ হোনান প্রদেশের অর্থনীতিতে প্রায় ৯.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে এবং ১ লাখ ৯০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ সব উপাত্ত থেকে বোঝা যায় যে, চাংচৌ বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক পরীক্ষা-অঞ্চল হোনান প্রদেশ, তথা চীনের মধ্যাঞ্চলের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির প্রাণশক্তি যোগাবে এবং ধাপে ধাপে এখানে আরো বেশি বিনিয়োগ ও কর্মসংস্থান হবে।

1 2 3 4 5
মন্তব্য
লিঙ্ক