Web bengali.cri.cn   
পেইচিং থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা
  2013-08-01 19:30:06  cri

নিউইয়র্ক থেকে পেইচিং যেতে কেবল দুঘন্টা লাগবে এ কথা আপনি কি বিশ্বাস করেন? বতর্মানে মার্কিন একটি কোম্পানি এমন একটা প্রকল্প শুরু করেছে। প্রকল্পটির নাম খালি টিউব ট্রান্সপোর্ট সিস্টেম। প্রকল্পটির কাজ শেষ হলে পেইচিং থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। আর সারা বিশ্বে ঘুরে বেড়াতে লাগবে মাত্র ৬ ঘন্টা। কি আশ্চর্য, তাই না? এখন শুনবেন বিস্তারিত।

'টেক পাগল' নামে খ্যাতিনাম মার্কিন অটোমেটিক গাড়ি কোম্পানির সিইও টিউব ট্রান্সপোর্ট সিস্টেম ধারণাকে সমৃদ্ধ করে 'ক্যাপসুল হাই স্পিড রেল' বিষয়ে একটি ধারণা উত্থাপন করেছেন। তিনি বলেন, ক্যাপসুল হাই স্পিড রেল ধারণাটি নৌকা, গাড়ি, ট্রেন ও বিমানের পর পঞ্চম পরিবহণ ব্যবস্থায় পরিণত হবে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ET3 কোম্পানি এ প্রকল্পটি বাস্তবায়ণের দায়িত্ব গ্রহণ করেছে। জানা গেছে, এ কোম্পানি ৩ মাইল লম্বা এবং ৪০০০ মাইল স্পিড সম্পন্ন একটি সিস্টেম নির্মাণ শুরু করেছে। এর ফলে নিউইয়র্ক থেকে লস এঞ্জেলেস যেতে মাত্র ৪৫ মিনিট লাগবে। নিউইয়র্ক থেকে পেইচিং যেতে লাগবে মাত্র দুঘন্টা এবং সারা বিশ্ব ঘুরে বেড়াতে লাগবে মাত্র ৬ ঘন্টা।

জানা গেছে, এ প্রকল্প নির্মাণ খরচ স্পিড রেলের ১০ শতাংশ। যার মানে সান ফ্রান্সিসকো থেকে নিউইয়র্ক যেতে চাইলে খরচ হবে ১০০ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক