Web bengali.cri.cn   
২১ বছর বয়সী স্নাতক ২৫০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে
  2013-07-04 18:40:35  cri

বিদেশী এক সংবাদ মাধ্যমের সুত্রে জানা গেছে, স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক উকাস ডালপ্লান নামের এক ছাত্র বিশ্বের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ডালপ্লানের প্রতিষ্ঠিত ক্লিংক্লে কোম্পানি ২৫০ লাখ মার্কিন ডলারে এক বিরাট পুঁজির বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যার ফলে ভ্যালিতে পুঁজিবিনিয়োগের নতুন রেকর্ড সৃষ্ট হয়।

উকাস ডালপ্লান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিন বছরের কোর্স করেন এবং সবেমাত্র কম্পিউটার সাইন্স ডিগ্রি লাভ করেন। গত দু'বছরে একুশ বছর বসয়ী ডালপ্লান মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা বা যে কোনো বিল পরিশোধ এ্যপ্লিকেশন উন্নয়ন করছেন। এ্যপ্লিকেশনটি পর্যন্ত শেষ না হওয়া সত্ত্বেও তার প্রতিষ্ঠিত ক্লিংক্লে কোম্পানিটি বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছে।

ক্লিংক্লে কোম্পানিতে ঝুঁকি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে, সেলসফোর্সের সিইও পিটার থাই, এক্সেল পার্টনারের জিম ব্রেয়ার এবং বিখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ্যান্ডারসেন হরোউটজ এবং কোয়ালকম ও ভিমওয়ার

আরও অবাক করা বিষয় হচ্ছে যে, ডালপ্লান এ পর্যন্ত তাঁর মোবাইল পরিশোধ এপ্লিকেশন প্রকাশ করেন নি এবং এই এ্যপ্লিকেশনের আগামী কয়েক মাসের মধ্যে বাজারজাত হবারও কোনো সম্ভাবনা নেই। তার মানে ডালপ্লান একটি প্রোটোটাইপিং পণ্যের মাধ্যমে সিলিকন ভ্যালিতে পুঁজিবিনিয়োগের ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক