Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৭ জুন
  2013-07-01 20:13:52  cri

মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর আছি আমি আলিমুল হক।

মু: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি শোকসংবাদ জানাবো। আমাদের পুরনো বন্ধু এবং সিআরআই-এর আন্তরিক শ্রোতা বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম,বি,জামান সিদ্দিকি গত ১৭ জুন মারা গেছেন। তিনি সারা জীবন আমাদের অনুষ্ঠান উন্নয়ন এবং প্রচারের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন চিরকাল।

আ: হ্যাঁ। বাংলাদেশের অনেক শ্রোতাও আমাদের মাধ্যমে তাদের শোক জানিয়েছেন। এখন আমি আমাদের মনিটার ও শ্রোতা দিদারুল ইকবালের পাঠানো চিঠি পড়ে শোনাচ্ছি।

তিনি লিখেছেন, প্রিয় শ্রোতাবন্ধুরা এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল বন্ধুরা আপনাদের অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রবীণ ডিএক্সার ও চীন আন্তর্জাতিক বেতারের অনেক পুরাতন শ্রোতা বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি.জামান সিদ্দিকী গত ১৭ জুন সোমবার রাত ২:৩০ মিনিটের সময় ঢাকা ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐদিন বিকেলে তাকে ঝিনাইদহের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় অন্যান্যের পাশাপাশি শ্রোতাবন্ধু সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, সামিম আহমেদসহ আরো কয়েকজন শ্রোতাবন্ধু উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে এবং ভারতের কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শ্রোতাবন্ধু এম.বি.জামান সিদ্দিকী'র অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি এবং দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাছলিমা আক্তার লিমা। এ ছাড়া, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পক্ষ থেকে ছাই ইউয়ে মুক্তার জানানো গভীর সমবেদনাও তার মা এবং স্ত্রীকে জানিয়ে দিয়েছি। উল্লেখ্য, এই বেতার শ্রোতা সংগঠক এম.বি.জামান সিদ্দিকী চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের অনুষ্ঠানের উন্নতি সাধনের লক্ষ্যে নিয়মিত তার বিভিন্ন পরামর্শ, মতামত এবং বিভিন্ন প্রচারনামূলক কার্যক্রম পরিচালনা করতেন। তিনি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে অনেক পুরস্কারও অর্জন করেছেন। এরমধ্যে তিনি সবচেয়ে উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেছেন ২০১১ সালে চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ ৪টি শ্রোতাসংগঠন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪র্থ হয়ে। সিআরআই থেকে এটি ছিলো তার জীবনে সর্বোচ্চ মূল্যবান পুরস্কার। প্রাণচঞ্চল এই মানুষটির সরব উপস্থিতি আর কোন বেতারের শ্রোতা সম্মেলনে দেখা যাবে না; কিংবা ইথারেও ভেসে আসবে না তার চিঠির জবাব অথবা কোনো সাক্ষাৎকার। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে তার সর্বশেষ কন্ঠ শুনা গিয়েছে ২৪ জুলাই ২০১২ তারিখে বিশেষ মোবাইল কনফারেন্সে দেওয়া তার সাক্ষাৎকারে।

কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মুহাঃসোহাগ বেপারী লিখেছেন, ভাইয়া ও আপু আমিসহ আমার শ্রোতা সংঘের সবাই গভীরভাবে শোকাহত বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রবীণ শ্রোতা এম বি জামান সিদ্দিকির ইন্তেকালে। আমি তাকে কোন দিন দেখিনি এবং তার সাথে আমার কোনদিন কথা হয়নি কিন্তু তাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করতাম ও ভালবাসতাম। আজ পৃতিবীকে বিদায় জানিয়ে চলে গেছে বন্ধু আমার দরজায় কড়া নেড়ে কোনদিনও সে বলবেনা এসেছি গেছি বন্ধু আবার। আমি তাহার আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ তাকে বেহেসত নসীব করুক। তার সৃতি চিরদিন জেগে থাকবে ইথারে ইথারে সকল শ্রোতার হৃদয়ে ।

মু: আচ্ছা বন্ধুরা, আমরা আশা করি, তাঁর পরিবারের সদস্যরা শিগগিরই এই শোক কাটিয়ে উঠতে পারবেন। এখন চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র প্রসঙ্গে। আলিম...

আ: বাংলাদেশের ঢাকার ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের ডাব্লু আনোয়ার তার চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু আনোয়ার, আপনাকে চীনের রাজনীতি সম্পর্কে সচেতন থাকার জন্য ধন্যবাদ জানাই। আশা করি নিয়মিত আপনার মতামত পাবো।

আ: ঢাকার আরেকজন শ্রোতা সেলিনা আক্তার তার চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু সেলিনা, আপনি অনেক ভাল লিখেছেন। ভাল বা খারাপ মতামত এবং প্রস্তাব আমাদেরকেও পাঠাতে পারেন শ্রোতারা। আপনার আরো বেশি মতামত পেতে চাই।

আ: পাবনা জেলার রফিকুল আজিজ বুলু চিঠিতে লিখেছেন,...

মু: ....

আ: গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মো. জুয়েল আহম্মেদ মল্লিক তার চিঠিতে লিখেছেন,...

তিনি একটি প্রশ্ন করেছেন যে, চীনে বয়স্ক ব্যক্তিদের কোনো ভাতা দেয়া হয় কিনা? মুক্তা, আপনি কি তার প্রশ্নের উত্তর দেবেন?

মু: অবশ্যই। চীনে যেসব নাগরিক প্রতি মাসে বার্ধক্যবীমা প্রদান করে, তারা অবসরগ্রহণের পর অবসরভাতা পেয়ে থাকে। অবসরভাতার পরিমাণ কর্মে নিয়োজিত থাকার মোট সময়, বার্ধক্যবীমার পরিমাণ এবং কর্মকালীন প্রাপ্ত গড় বেতন অনুযায়ী প্রদান করা হয়। সাধারণত চীনের নাগরিকদের অবসর জীবনের মান পূর্বের চেয়ে খারাপ হয় না বা তাদেরকে অন্যকোনো কাজও করতে হয় না।

আ: বাংলাদেশের মৌলভীবাজার জেলার সিআরআই রফি ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল (লিটন) তার চিঠিতে লিখেছেন, ...

মু: আপনি আসলে নিয়মিত আমাদের অনুষ্ঠানে মতামত দেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

আ: ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধিরেন বসাক তার চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু ধিরেন বসাক, আপনাকে আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। 'বাংলার গল্প, বাংলায় গল্প' অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমি আমাদের পরিচালক মাদাম ইউকে জানিয়েছিলাম। আশা করি, ভবিষ্যতে আপনি আপনার ভালোলাগার গল্প এ-অনুষ্ঠানে শুনতে পারবেন।

আ: হুগলী জেলার নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক রবি শংকর বসু চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু বসু, আপনি অনেক ভাল লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার মানুষের গর্ব তা নয়, সারা বিশ্বের গর্ব। সিআরআই বাংলা বিভাগের কর্মীরা রবিঠাকুরের সব রচনা বাংলা থেকে চীনা ভাষায় অনুবাদ করছি। পাই সাহেবও এই মহান কাজ করছেন। আমিও অংশ নিচ্ছি। আমরা আশা করি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অনুবাদের মাধ্যমে চীন, বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরো জোরদার হবে।

আ: মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি শহিদুল হক চিঠিতে লিখেছেন, ...

মু: ......

আ: মুর্শিদাবাদ জেলার মোঃ কাইমুদ্দিন মোমিন চিঠিতে লিখেছেন,...

তিনি দু'টি কবিতাও লিখেছেন, আমি কি পড়ে শোনাবো?

মু: অবশ্যই। আমারতো মনে হয়, সব শ্রোতা আমার মত শুনতে চান।

আ:...

মু: আচ্ছা, বন্ধু মোমিন, আপনার কবিতার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি মতামত পেতে পারবো।

আ: ভারতের পশ্চিম মেদিনিপুর জেলার শ্রী মৃত্যুঞ্জয় বেরা চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু বেরা, এখন আপনি চিঠির উত্তর পেয়েছেন। খুশিতো? আপনি শিল্পী ভূপেন হাজারিকার কন্ঠে যেকোন একটি গান শুনতে চেয়েছেন। তাহলে আমরা একসাথে শিল্পী ভূপেন হাজারিকার কন্ঠে 'মানুষ মানুষের জন্য' গানটি শুনবো। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলুন আরেকটি সুন্দর বাংলা গান শোনা যাক।

গান ২

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক