Web bengali.cri.cn   
চীনের ছিং রাজবংশ আমলের বিখ্যাত নাট্যকার খং সান রেন
  2013-06-18 20:06:44  cri

খং সান রেনের কবরস্থান

অবশ্য রাজদরবারের শিক্ষা-প্রতিষ্ঠানে অন্যদের নিবন্ধ সংশোধনের পাশাপাশি খং সান রেন তার লেখালেখি চালিয়ে যেতে লাগলেন। তিনি আবারো নাটক লিখতে শুরু করেন। ১৬৯০ সালে তিনি বিখ্যাত নাটক 'ঠাওহুয়াসেন' লিখতে শুরু করলেন। প্রতি অধ্যায় সম্পন্ন করার পর তিনি তার বন্ধুদের সঙ্গে নাটকের বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনি বন্ধুদের কাছ থেকে মতামত শুনতে চাইতেন। বন্ধুরাও তাকে অনেক গঠনমূলক পরামর্শ দিতেন। খং সান রেন বন্ধুদের পরামর্শ অনুসারে নাটকে প্রয়োজনীয় সংশোধনী আনতেন। তিন বছর পর তিনি 'ঠাওহুয়াসেন' রচনার কাজ শেষ করলেন। নাটক লেখা শেষ করে তার মনে হলো যে, একটি ভারী বোঝা তার কাঁধ থেকে নেমে গেল। তিনিও তার বন্ধুদেরকে বললেন, '১৪ বছর আগে আমি এই নাটক লেখার চিন্তা করেছিলাম। তিন বছরের চেষ্টায় আমি শেষ পর্যন্ত তা লিখতে সক্ষম হয়েছি। আমি খুব খুশি।' উল্লেখ্য, 'ঠাওহুয়াসেন' শীর্ষক নাটকে মিং রাজবংশ আমলের উত্থান ও পতন ফুটিয়ে তোলা হয়েছে। তা ছাড়া, তত্কালীন রাজদরবারের দুর্নীতির বিষয়টিও উঠে এসেছে নাটকে। নাটকটি অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠল। ১৭০০ সালের পর অনেক নাট্যদল এই নাটক মঞ্চায়ন করতে শুরু করল। তখন মিং রাজবংশের পতনের পঞ্চাশ বছর পুর্তি হয়েছে। অনেকের মনেই মিং রাজবংশের শোচনীয় শেষ দিনগুলোর কথা জ্বলজ্বলে ছিল। নাটক মঞ্চে পরিবেশিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে আলোড়ন সৃষ্টি হলো। বুড়ো-বুড়ীরা এই নাটক দেখে কান্নায় ভেঙে পড়লেন। কিছুদিন পর রাজদরবারের একটি নির্দেশে খং সান রেনকে আবার তার জন্মস্থানে ফিরে যেতে হয়। প্রথমে তিনি বুঝতে পারেননি যে রাজদরবার কেন তাকে এ-ধরনের শাস্তি দিল। পরে তিনি বুঝতে পারলেন যে, তার লেখা নাটকই এর কারণ। তখনকার ছিং রাজবংশের রাজদরবার চায়নি যে জনসাধারণের মনে পতিত মিং রাজবংশের কথা জেগে উঠুক। পরে রাজদরবার থেকে এক নির্দেশে নাটকটির মঞ্চায়ন নিষিদ্ধ করে দেয়া হয়।

খং সান রেন অত্যন্ত বিষণ্ণ হয়ে জন্মস্থানে ফিরে গেলেন। তারপর আমৃত্যু তিনি সেখানেই বসবাস করেন। (আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক