Web bengali.cri.cn   
কুয়াংতোংয়ের অপেরা ও সংগীত
  2013-06-17 19:37:58  cri

এখন আপনি কুয়াংচৌতে ইউয়ে অপেরা দেখতে চাইলে কুয়াংতুং প্রদেশ এবং কুয়াংচৌ শহরের ইউয়ে অপেরা থিয়েটারের অধীনস্থ পাঁচটি অপেরা দলের অনিয়মিত পরিবেশনা দেখতে পারেন, অথবা কুয়াংতুং প্রদেশের ইউয়ে অপেরা সমৃদ্ধকরণ তহবিলের সহায়তায় প্রতিষ্ঠিত ইউয়ে অপেরা সংস্কৃতি মহাচত্বরে অপেরা দেখতে পারেন। এ তহবিল থেকে দেওয়া অর্থ ও স্থানের সাহায্যে প্রতি মাসের দশ দিন বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউয়ে অপেরা দলগুলো পর্যায়ক্রমে কুয়াংচৌ শহরে এসে অপেরা পরিবেশন করে। মাত্র দশ ইউয়ান ব্যয় করে দু'ঘন্টা স্থায়ী অপেশাদার অপেরা উপভোগ করা যায়।

কুয়াংতুং অঞ্চলের জনসাধারণ গভীরভাবে ইউয়ে অপেরা পছন্দ করে। বিশেষ করে ইউয়ে ভাষা-অধ্যুষিত অঞ্চলের মধ্যবয়সী মানুষ আর প্রবীণদের মধ্যে বেশ সমাদৃত এ অপেরা। পার্কে ও মহাচত্বরে প্রায়শই দেখা যায় সাধারণ মানুষ ইউয়ে অপেরা চর্চা করছে।

বর্ণিল ও সমৃদ্ধ ইউয়ে অপেরা থেকে কুয়াংতুং সংগীত সৃষ্টি হয়েছে। কুয়াংচৌ শহরের রাস্তায়, শপিং কমপ্লেক্সে কিংবা পাঁচ-তারা হোটেলে হাটলে প্রায়শই কুয়াংতুং সংগীত শোনা যায়।

কুয়াংতুং সংগীতের মধ্যে দক্ষিণ চীনের পাহাড়ি অঞ্চলের লোকসংগীতের স্বাদ রয়েছে। ইতিহাসের এক অতি দীর্ঘ সময় ধরে কুয়াংতুং সংগীতকে চীনের 'রাষ্ট্রীয় সংগীত' হিসেবে গণ্য করা হতো। ১৯৫৪ সালে সোভিয়েত ইউনিয়নের একজন সুরকার কুয়াংতুং সংগীতকে 'নির্মল সংগীত' হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি মনে করতেন, চোখ বুজে কুয়াংতুং সংগীত শুনলে তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা যায়।

চীনের প্রথম শ্রেণীর বাদ্যযন্ত্রশিল্পী, জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্পের কুয়াংতুং সংগীতের প্রতিনিধিত্বকারী থাং খাই শুয়েন বলেন, "কুয়াংতুং সংগীত ঠিক কুয়াংতুংয়ের খাবারের মতো, সময় করে আস্তে আস্তে উপভোগ করলে আপনি তার ভিন্ন ভিন্ন স্বাদ খুঁজে পাবেন।" (এসআর)

 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক