

ভদ্রলোকের বন্ধু সরাসরি তার প্রশ্নের উত্তর দিলেন না। তিনি হাসিমুখে ভদ্রলোকের বাম হাত ধরে বললেন: 'আমি তোমার ভাগ্য ণনা করবো। তুমি দেখ, তোমার হাতে রয়েছে সম্পত্তি লাইন, ভালোবাসার লাইন, ব্রতের লাইন এবং নিয়তির লাইন। তুমি এখন মুঠো তৈরি কর।' ভদ্রলোক তার বন্ধুর কথামতো নিজের বাম হাতের মুঠো তৈরি করলেন। 'তোমার নিয়তির লাইন কোথায়।' জিজ্ঞেস করলেন এই ধনী লোক। ভদ্রলোক কোনকিছু না-ভেবেই উত্তর দিলেন: 'আমার হাতের মুঠোর মধ্যে।' তারপর ধনী লোক আবার জিজ্ঞেস করলেন: 'তাহলে তোমার নিয়তি কোথায়?' ভদ্রলোক হঠাত বুঝতে পারলেন যে, নিয়তিও তার হাতের মুঠোর মধ্যে আছে।
ধনী লোক শান্তভাবে বললেন: 'তোমার নিয়তি সম্পর্কে ভাল কথা বলা বা মন্দ কথা বলার কোনো মানে হয় না। মনে রাখতে হবে, নিয়তি তোমার হাতের মুঠোয় রয়েছে। তুমি আবার দেখ, তোমার নিয়তি লাইন মুঠোর বাইরে কিছুটা হলেও রয়ে গেছে। এই অংশটুকুই কেবল তোমার নিয়ন্ত্রণের বাইরে। এর অর্থ হচ্ছে, নিয়তির বেশিরভাগই তোমার হাতের মুঠোয় আছে; বাকি একটি অংশ আছে স্রষ্টার হাতে।'
(চিয়াং/আলিম)




