Web bengali.cri.cn   
ডিজিটাল দিক-নির্দেশক সাইনবোর্ড উদ্ভাবিত
  2013-06-13 18:26:45  cri

আপনি অপরিচিত কোনো অঞ্চলে ভ্রমন করতে চাইলে, সড়ক মহাসড়কের বাঁকে থাকা দিক-নির্দেশক সাইনবোর্ড সত্যিই উপকারী বন্ধুর মতোই কাজ করে তাই না? কেননা এই সাইনবোর্ড আপনাকে বলে দেয় আপনিন কোন দিকে যাবেন বা কতদূরে আপনি আছেন ইত্যাদি। কিন্তু এই দিক-নির্দেশক সাইনবোর্ডটি যদি ডিজিটাল হয় তাহলে কেমন হবে ভাবতে পারেন? হ্যাঁ শ্রোতা বিশ্বে বর্তমানে উন্নত প্রযুক্তির ডিজিটাল দিক-নির্দেশক সাইনবোর্ড উদ্ভাবিত হয়ছে এবং তা জনসাধারণ ব্যবহার করছে।

সাধারণত সড়ক মহাসড়কে থাকে দিক নির্দেশক সাইনবোর্ড স্থায়ী ভাবে তৈরী করা হয়, এবং জনসাধারণ তাদের চাহিদার অনুযায়ী পরিবর্তন করা বা এ থেকে আর বাড়তি কোনো তথ্য জানতে পারে না। কিন্তু সম্প্রতি ব্রেকফাস্ট এনওয়াই'র সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি ডিজিটাল দিক নির্দেশক সাইবোর্ড বিশ্বে সবচেয়ে উন্নত ও স্মার্ট সাইনবোর্ড হিসেবে খ্যাতি লাভ করেছে। এ সাইনবোর্ডটির তিনটি বাহু রয়েছে, যা একই সাথে ভিন্ন তিনটি দিককে নির্দেশ করতে পারে। আপনি যদি কোনো একটি বহু ঘোরান তাহলে বাহুর সাথে যুক্ত স্ক্রীন আপনাকে প্রয়োজনীয় অনেক তথ্য প্রদান করবে যেমন- আপনি কতদূরে আছেন, আজকের তারিখ কত, আপনি যে স্থানে যাবেন তার দূরত্ব কত, কতক্ষণ লাগবে, পরবর্তী পেট্রোল পাম্প কোনদিকে, কতদূরে গেলে আপনি চা-কফি খাওয়া রেস্তরা পাবেন, দুপর বা রাতের খাবারে রেস্তরা কতদূরে আছে ইত্যাদি অনেক প্রয়োজনীয় সকল তথ্য পেতে পারেন।

এই সাইনবোর্ডে রয়েছে একটি বিশেষ বাটন। সে বাটন টিপলেই টুউইটারে জনপ্রিয় ঘটনা দেখতে পাবেন। যেমন সর্বশেষ খেলার স্কোর। এ সময়ের তথ্য, স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আপিআই এবং অন্য ওয়েবসাইটের সাথে আপনি যুক্ত হতে পারেন। আপনার জানতে চাওয়া তথ্যগুলো স্থানীয় পরিসংখ্যান এবং যোগাযোগ সম্পর্কিত হলে, সেগুলো সাথে সাথে আপিআই এর সাথে যুক্ত হয়ে যাবে। যার মানে এই সাইনবোর্ডটি দিক নিদর্শনাবলীর মাধ্যমে কথায় যাওয়া যায় কেবল তাই নির্দেশ করবে তা নয়, বরং নিকটবর্তী অঞ্চলের কোথায় কি ঘটছে এবং কোথায় কোন ঝকজমকপূর্ণ অনুষ্ঠান, ইভেন্ট হচ্ছে বা হবে তার সবকিছুরই নির্দেশনাও আপনি এখান থেকে পেতে পারেন।

বর্তমানে ব্রেকফাস্ট এনওয়াই ভাড়া করা যায়। প্রযুক্তিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বলে এর উদ্ভাবক জানিয়েছেন।

কিন্তু এ সাইনবোর্ড ব্যবহার করতে চাইলে আপনার আশ্বেবর্তী নেটওয়ার্ক বা ওয়ারলেস থাকতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক