Web bengali.cri.cn   
আকর্ষণীয় মনোরম স্থানে শান্তিভাবে সময় কাটাবেন
  2013-06-13 18:26:45  cri
হাওয়াইয়ের মাউই দ্বীপের নির্জন আর বেশ দূর্গম স্থানে তারাভাচ্ছা নামে একটি রিসোর্ট রয়েছে। এই রিসোর্টকে ঘিরে রেখেছে সবুজ পাহাড় আর পাম গাছ। তারাভাচ্ছা রিসোর্টে আপনি বিনাপয়সায় রেডিও, ঘড়ি ও টেলিভিশন ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতিটি ঘরে একটি করে সুন্দর অলিন্দ রয়েছে,
যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন। নেটওয়ার্ক ছাড়া সময় কিভাবে কাটানো যাবে, আপনি হয়ত এ নিয়ে খুব চিন্তিত। শ্রোতা, সেখানে আপনার জন্য রয়েছে স্থানীয় হুলা নৃত, ফুলেরমালা তৈরি এবং উকুলেলে নামের একধরনের বাদ্যযন্ত্র শিক্ষার ক্লাস। প্রকৃতি দর্শনের পাশাপাশি এসব অভিজ্ঞতা শিখতে আপনি এতটুকু বিরক্তকর বোধ করবেন না, তা হলফ করে বলতে পারি।

জর্জিয়া রাজ্যের কামবারল্যান্ডে রয়েছে গ্রেফিল্ড নামের রিসোর্ট। এটিকে বলা হয়ে থাকে দেব-দেবীর বসতি। এ রিসোর্টে যাওয়াটা খুব জটিল একটি বিষয়। সেখানে যেতে চাইলে কেবলমাত্র ফেরিতে করে দীর্ঘ সময় নিয়ে যেতে পারেন। এ রিসোর্টের ভবনগুলো ২০ শতাব্দির শুরুর দিকে নির্মিত হয়। ৬ তলার একটি ভবনে মাত্র ১৬টি ঘর রয়েছে। এখান থেকে বহির বিশ্বের সঙ্গে যোগাযোগ করার জন্য রয়েছে মাত্র একটি ওয়াইফাই টেলিফোন।

অস্ট্রেলিয়ার আরকাবা স্টেশন রিসোর্টের আয়োতন ৬০ হাজার একর। এখানে বিশাল একটি প্রাকৃতিক চারণভূমি রয়েছে। রিসোর্টে পাঁচটি অতিমনোরম বাড়ি রয়েছে। গত ১৯ শতাব্দির ৫০ দশক থেকেই রিসোর্টটি তার পুরানো অবকাঠামো নিয়ে অস্তিত্বমান রয়েছে, যেখানে রয়েছে সে সময়ের ভারী দেয়াল ও তরঙ্গের মত ছাদ। এই রিসোর্টে প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এখানে কোনো বাড়িতেই আপনি কোনো টেলিভিশন বা নেটওয়ার্ক জাতীয় কিছু পাবেন না। আপনার সেবায় সেখানে রাতের বেলায় গাছের পাতায় জমে থাকা বৃষ্টি আর নিশিরের পানি সংগ্রহ করে রাখা হয়, সেখানে আপনি পাবেন অস্ট্রলিয়ার পাখি সম্পর্কিত বই এবং বন্য প্রাণী দেখার জণ্য বায়নোকুলার।

ফিজির টার্টল আইল্যান্ড রিসোর্ট

ফিজির টার্টল আইল্যান্ড রিসোর্ট-টি যেন প্রকৃতির মাঝে প্রকৃতি দিয়ে তৈরী। পুরো দ্বীপটিতে শতভাগ সৌরশক্তি চালিত বিদ্যুত ব্যবহার করা হয়ে থাকে। রিসোর্টের সবগুলোই কাচা ঘর, অর্থাত্ বাঁশ, কাঠ, লতা পাতা প্রভৃতি দিয়ে তৈরী। রিসোর্ট প্রাঙ্গনের সব জায়গায় বিনাপয়সায় রেডিও, টেলিভিশন, ওয়াইফাই ও টেলিফোন ব্যবহার করা যায়। এ রিসোর্টে একসাথে সর্বোচ্চ ১৪টি দম্পতি থাকতে পারেন। রিসোর্টটির নিজস্ব বিচে ঘোড়া চালাতে পারেন, আর আপনার বন্ধুর হাতে হাত রেখে দেখতে পারেন রোমান্টিক সুর্যাস্ত।

কানাডার ক্যুবেকের ফেয়ারমন্ট কেনাউক রিসোর্টি

কানাডার ক্যুবেকের ফেয়ারমন্ট কেনাউক রিসোর্টি সম্পূর্ণই কাঠ দ্বারা নির্মিত। এখানে যেকোনো নেটওয়ার্ক থেকে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। তবে এখানে আছে সৌরশক্তি দিয়ে চালিত ফ্রিজ আর রান্নার ঘর। রিসোর্টে কোনো টেলিভিশন নেই। জরুরি অবস্থায় আপনি একটি ওয়্যারলেস রেডিও ব্যবহার করতে পারেন। এখানে আপনি মাছ ধরা, নৌকা চালানো, দূর্গম ও মনোরম প্রকৃতি সহ নানান উপভোগ্য বিষয় রয়েছে এই রিসোর্টে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক