Web bengali.cri.cn   
শারীরিক কসরতে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ক্রীড়াবিদ ফেং চিয়ে
  2013-05-17 18:24:14  cri

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি নতুন করে বিভিন্ন পর্যায়ের বয়স নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ৪৪ বছর পর্যন্ত বয়সকে বলা হবে যুব পর্যায়, ৪৫ থেকে ৫৯ বছর পর্যন্ত মধ্যবয়স পর্যায়, ৬০ থেকে ৭৪ বছর পর্যন্ত যুবজ্যেষ্ঠ পর্যায় এবং ৭৫ থেকে ৯০ বছর বা তার বেশি বয়সকে বয়োজ্যেষ্ঠ পর্যায়। অনেক নেটনাগরিক মজা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানান, মধ্যবয়সী মানুষকে আবার যুবকে পরিণত করার জন্য। সব মিলে এ খবর সম্পর্কে ১ লাখ ৭০ হাজার মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক