Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'জীবনের জন্য গাছের একটি পাতা রেখে দিন'
  2013-05-14 20:11:26  cri
এক হাসপাতালের কেবিনে শুয়ে আছেন এক রোগী। তার অবস্থা ছিল আংশকাজনক। তখন শরত্কাল। জানালার বাইরে গাছগুলোর পাতা পড়ছিল। দৃশ্যটি রোগীর চোখে পড়ল। তিনি এ-দৃশ্য দেখে বিষন্ন হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, যখন এ-সব গাছের পাতাগুলো সম্পূর্ণভাবে পড়ে যাবে, তখন তার জীবনও শেষ হবে। একজন চিত্রকর রোগীর মনে কথা জেনে গাছের একটি পাতা আঁকলেন। তারপর তিনি রাতের বেলায় তার আঁকা পাতার ছবিটি রোগীর কেবিন থেকে দেখা যায়---এমন একটি গাছে ঝুলিয়ে দিলেন। ধীরে ধীরে গাছের সব পাতা ঝরে পড়লো, কিন্তু ওই কৃত্রিম পাতাটি আর পড়লো না। ওই রোগীও অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠলো।

মানুষের জীবনে হয়তো অনেককিছু থাকে না। কিন্তু একটি জিনিস থাকতে হবে। এটা হল "আশা'। আশা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। মনে আশা থাকলে অনেক রহস্যময় ও বিস্ময়কর ঘটনা ঘটতে পারে; মানুষ অর্জন করতে পারে এমন অনেক কিছু যা স্বাভাবিকভাবে অসম্ভব মনে হতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক