
আইসক্রিমের জন্ম চীনে

2013-05-03 16:39:57 cri

মার্কো পোলো তাঁর গ্রন্থ 'দি ট্রাভলস অব মার্কো পোলো'-এ লিখেছেন, 'প্রাচ্যের স্বর্ণদেশে অধিবাসীরা দুধ বরফ খেতে পছন্দ করতেন। তথাকথিত দুধ বরফ হচ্ছে ইউয়ান রাজবংশের মানুষের তৈরি আইসক্রিম। তারা সাধারণ জ্যাম ও দুধের মধ্যে পিষে নেওয়া বরফ দিয়ে আইসক্রিম বানাতেন। এটা বরফের চেয়ে অনেক নরম হতো এবং মুখে দিতে গলে যেত।
ওই সময় ব্রিটিশ রাজা হেনরিক পঞ্চম তাঁর অভিষেক অনুষ্ঠানে এক ধরনের হিমায়িত বরফ প্রেস্ট্রি দিয়ে অতিথিদেরকে আপ্যায়িত করেছিলেন। সেটাকে প্রথম আইসক্রিম বলে মনে করা হয়। এ ধরনের ডেজার্ট খাওয়ার পর ব্রিটিশ রাজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অতিথিরা।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
