Web bengali.cri.cn   
লিভিং সোস্যাল লিক
  2013-05-02 15:25:09  cri

মার্কিন দ্বিতীয় বৃহত্তম গ্রুপান ক্রয় ওয়েবসাইট বা গ্রুপ বা সংঘবদ্ধ হয়ে ক্রয় করার একটি ওয়েবসাইট যেটি হ্যাকারের শিকার হয়ে ৫ কোটি ক্রেতার তথ্য লিক হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপান ক্রয় ওয়েবসাইট লিভিং সোস্যাল সম্প্রতি জানায়, এ ওয়েবসাইটি হ্যাকারের শিকার হয়েছে। যার ফলে ৫ কোটি ক্রেতার তথ্য লিক হতে পারে। কোম্পানিটি আরও জানায়, হ্যাকার কোম্পানির কম্পিউটার সিস্টেম আঘাত হেনেছে। যার ফলে ওয়েবসাইট ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা এবং সর্বাধিক ব্যবহারকারীদের জন্মদিন ও কিওয়ার্ড লিক হয়েছে। কিন্তু কোম্পানিটি জোরদিয়ে বলেছে যে, ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড ও দোকানমালিকের অর্থ ও ব্যাংকিং সংক্রান্ত তথ্য লিক হয়নি। তার কর্মীদের পাঠানো এক ইমেইলে লিভিং সোস্যাল বলে, "এ ঘটনা তদন্তের জন্য আমরা আইন প্রয়োগকারী বিভাগের সঙ্গে সক্রিয় সহযোগিতা চালাচ্ছি। লিভিং সোস্যাল ২০০৭ সালে গড়ে তোলা হয়েছে। ওয়াশিনটনে এর সদরদপ্তর রয়েছে। এই লিভিং সোস্যালে আম্যাজোনের শেয়ার রয়েছে এবং এর বোর্ডে অন্যান্য সদস্যদের অন্যতম। এবারে আমরা দৃষ্টি ফেরাবো ফেসবুকের দিকে। সম্প্রতি ফেসবুক মার্কিন স্টক লেনদেন এসোসিয়েশনের কাছে তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের বোতন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এ পত্রে দেখা গেছে যে, ইউকারবার্গের দেহরক্ষী ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অফিসে আসা-যাওয়ার খরচ বাবদ মোট বরাদ্দ ছিলো ২০ লাখ মার্কিন ডলার। যা তার বেতনের সঙ্গে সমান। ইউকারবার্গের বেতন ২০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের ১৭ লাখ মার্কিন ডলারের তুলনায় কিছুটা বেড়েছে। ফেসবুকের অন্য উর্ধ্বতন কর্মকর্তার বেতন ইউকারবার্গের চেয়ে আরো বেশি। যেমন কোম্পানিটির সিওও শেরিল সান্ডবার্গের গত বছরের বেতন ছিল ২৬২ লাখ মার্কিন ডলার। যা তাঁর আগের বছরের ৩১০ লাখ ডলারের তুলনায় বেশ কম। তবে তিনি শেয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে ৮২ কোটি ২০ লাখ ডলার পুরস্কৃত হয়েছেন। চীফ ফিন্যান্সিয়াল অফিসার ডেভিড ইবারস্যামের বেতন ছিলো ১৭৫ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের ১৮৮.৮ লাখ ডলারের তুলনায় কিছুটা কম। চীফ প্রকৌশল অফিসার মাইক স্ক্রুফারের বেতন ছিল ২০৭ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের ২৪৮ লাখের তুলনায় বেশ কম। এছাড়া বাণিজ্য ও বাজার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ডেভিড ফিশ্চারের বেতন ছিল ১২০ লাখ ডলার। আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক