Web bengali.cri.cn   
মুদ্রা জালিয়াতি রোধে প্লাস্টিক নোট প্রকাশের প্রস্তুতি ভারতের
  2013-04-26 18:30:44  cri

ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাত্ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে দশ কোটি রুপি ১০রুপি মূল্যমানের প্লাস্টিক নোট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

জার্মানির ডয়েসে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে জানা গেছে, ভৌগলিক ও আবহাওয়াগত পার্থক্যের কারণে জর্জ, মহীশূর, জয়পুর, ভূবনেশ্বর ও শিমলাকে পরীক্ষার শহর হিসেবে বাছাই করা হয়েছে। শহরগুলোতে প্লাস্টিক নোটের ওপর আবহাওয়ার সম্ভাব্য প্রভাব পরীক্ষা করা হবে।

আরবিআই মুখপাত্র বলেন, কাগজের নোটের বদলে প্লাস্টিক নোট চালু করার কারণে শুধু নোটের আয়ুই বাড়বে নয়; বরং মুদ্রা জালিয়াতি প্রতিরোধ করাও সম্ভব হবে।

জানা গেছে, প্লাস্টিক নোট উত্পাদনের ব্যয় কাগজের নোটের চেয়ে বেশি। কানাডা ও নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকর রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক নোট উত্পাদনের ব্যয় কাগজের নোটের দ্বিগুণ হবে।

কিন্তু প্লাস্টিক উপাদান নোটের আয়ু বাড়াবে বলে এ নোট যাতে ময়লা বা ক্ষতিগ্রস্ত না হয় সে প্রত্যাশা করে ভারত।

'প্রমিত ভারতীয় কাগুজে মুদ্রা রেফারেন্স সহায়িকা'র সহ-রচয়িতা কিশোর ডয়েসে ভেলেকে জানায়, ভারতে ১০ রুপির মতো নিম্ন মূল্যমানের মুদ্রার প্রচার সবচেয়ে বেশি। সুতরাং খুব সেগুলো শিগগির ও সহজে ময়লা হয়ে যায়। কিন্তু নোটটি প্লাস্টিকের হলে মানুষ সেটাকে ভাঁজ করতে পারবে না। তিনি আরো বলেন, প্লাস্টিক নোট ব্যবস্থাপনা সুবিধাজনক - সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক নোট পুনঃউত্পাদন করা যায়।

কলকাতা মেডিক্যাল কলেজের একজন ডাক্তার বলেন, পরিবেশ সংরক্ষণের সুবিধা ছাড়া প্লাস্টিক নোটের আরেকটি সুবিধা হলো এটা পরিষ্কার থাকে। ভারতের যেসব অঞ্চলে বাতাসে আর্দ্রতা বেশি, সেখানে কাগজের নোট সহজে ময়লা হয়। এছাড়া কাগুজে নোট অনেক রোগজীবাণু বহন করে। পরিকল্পনামাফিক যদি শেষমেষ প্লাস্টিক নোট কাগুজে নোটের স্থলাভিষিক্ত হয়, তাহলে ময়লা কাগুজে নোটের কারণে সৃষ্ট রোগ সংক্রমণ কমবে।

জানা গেছে, নিউজিল্যান্ড, কানাডা ও ভিয়েতনাম প্লাস্টিক নোট চালু করেছে। 'প্রমিত ভারতীয় কাগুজে মুদ্রা রেফারেন্স সহায়িকা'র আরেকজন রচয়িতা বলেন, প্লাস্টিক নোটের সঞ্চালন শুরু হলে, ভারতের মুদ্রা জালিয়াতি সমস্যা রোধ করা যাবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক