Web bengali.cri.cn   
সুপার মাইক্র ব্যাটারি উদ্ভাবিত
  2013-04-25 19:47:06  cri

বৃটেনের দৈনিক পোস্ট পত্রিকার সুত্রে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা এক ধরনের সুপার মাইক্র ব্যাটারি উদ্ভাবন করেছেন। এ ধরণের ব্যাটারিতে চার্জ দিতে মাত্র এক সেকেন্ড সময় লাগে, যার গতি লিথিয়াম ব্যাটারির তুলনায় ১০০০গুণ দ্রুত। বর্তমানে স্মার্ট মোবাইল একটি উন্নত প্রযুক্তি হলেও এর বাটারির প্রযুক্তি তুলনামূলক পিছিয়ে রয়েছে। আর এই দিকটি মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদগণ এ ধরনে সুপার গতি সম্পন্ন ব্যাটারি উদ্ভাবন করলেন।

এ গবেষণার সাথে যুক্ত এক ব্যক্তি জানান, 'এটি হলো একদম নতুন প্রযুক্তির ব্যাটারি। এর কার্যকারিতা আগের বাটারির তুলনায় অনেক বেশি। সম্প্রতি ইলেকট্রনিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন হয়েছে এবং ইলেক্ট্রনিক পণ্যের আকারও দিন দিন ছোট আসছে। কোম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশও আরও ছোট হয়েছে। কিন্তু ব্যাটারির প্রযুক্তি অনেকটাই পিছিয়ে রয়েছে। ইলেক্ট্রনিক সরঞ্জামের জন্য ব্যাটারি অপরিহার্য। যেমন দূরবর্তী রেডিও সংকেত পাঠাতে হলে ব্যাটারির উচিত অতন্ত দ্রুতভাবে বিদ্যুত্ প্রবাহ সঞ্চালন করা। কিন্তু বর্তমান প্রযুক্তিতে এখনো ব্যাটারির ক্ষমতা অত বেশি নয়।

নতুন উদ্ভাবিত ব্যাটারির মাধ্যমে বেতার সংকেত পাঠানোর দূরত্ব ৩০ গুণ বেড়ে যাবে। পাতলা গড়নের স্মার্ট মোবাইলে এ বাটারি ব্যবহার করলে এক সেকেন্ডের মধ্যে চার্জ দেয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক