Web bengali.cri.cn   
'চীনের স্বপ্নের' গুরুত্বপূর্ণ সার কথা হচ্ছে বিশ্বের সাথে কল্যাণ ভাগাভাগি করা
  2013-04-19 18:40:46  cri

এপ্রিল ১৯: ইউরোপীয় ইউনিয়নে চীনের মিশনের প্রধান রাষ্ট্রদূত উ হাই লোং বৃহস্পতিবার ব্রাসেলসে 'চীনের স্বপ্ন' আর 'ইউরোপের স্বপ্ন' প্রসঙ্গে মন্তব্য করার সময় বলেন, "'চীনের স্বপ্নের' গুরুত্বপূর্ণ সার কথা হচ্ছে বিশ্বের সাথে কল্যাণ ভাগাভাগি করা। কেবল চীনা জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা নয়, বরং বিশ্বের জনগণের কল্যাণও এই স্বপ্নের লক্ষ্য। 'চীনের স্বপ্ন' বাস্তবায়নের প্রক্রিয়া ইউরোপের যৌথ আত্ম-উন্নয়ন আর স্থিতিশীল ও সমৃদ্ধ 'ইউরোপের স্বপ্ন' বাস্তবায়নের জন্যও অনুকূল প্রমাণিত হবে।"

রাষ্ট্রদূত উ হাই লোং 'ইউরোপিয় ইউনিয়ন ও চীনের নরম কূটনীতি' শীর্ষক আন্তর্জাতিক আলোচনাসভার উদ্বোধনী অনুষ্ঠানে এ-কথা বলেন। তিনি আরো বলেন, "চীন ও ইউরোপের সম্পর্ক নতুন আরম্ভবিন্দুতে আছে। নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে চীন ও ইউরোপকে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে, যৌথভাবে উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে হবে এবং নিজেদের মধ্যে মতভেদ ও দ্বন্দ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে।"

এসময় তিনি জানান, পরবর্তী পাঁচ বছর চীন প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করবে; বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবে; এবং বিদেশে চীনা পর্যটকের সংখ্যা দাঁড়াবে ৪০০ বিলিয়নে। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক