Web bengali.cri.cn   
বিশ্বের সবচে ছোট মোবাইল চার্জার তৈরি
  2013-04-11 19:43:43  cri

বর্তমানে সকল পণ্য বা দ্রব্যসামগ্রি বাজারজাত করণের ক্ষেত্রে পণ্যটিকে আরও ছোট, সুন্দর সহজ ব্যবহার উপযোগী করে তৈরি করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের Devotec ঘোষণা করেছে যে, এ কোম্পানি বিশ্বের সবচে ছোট মোবাইল চার্জার তৈরি করেছে। এ চার্জারের নাম ফুয়েল। এটি দৈর্ঘ্যে ৩.৩ সেন্টিমিটার, উচ্চতা ২.৩ সেন্টিমিটার এবং প্রস্ত ১.৩ সেন্টিমিটার। এই ধরণের কম্প্যাক্ট চার্জার সাথে বহন করা বেশ সুবিধাজনক। এমনকি আপনার গলার চেনের সাথে ঝুলিয়ে দিলে মনে হবে যেন একটি অলঙ্কার ধরণের কিছু একটা। এর মধ্যে লাগানো নমনীয় মুদ্রিত সার্কিট বোর্ডের মধ্য দিয়ে বিভিন্ন অংশ বড় ও ছোট করে দেওয়া যায় এবং ভিতরে রাখা ব্যাটারির জন্য আরও বেশি খালি জায়গা রাখা যায়। এই পণ্যটির প্রধান অংশ বিশুদ্ধ ডাই ক্যাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, যার মানে এ পণ্যটি অত্যন্ত হালকা এবং ব্যবহার উপযোগী।

এছাড়া এই চার্জারে একবার বিদ্যুত চার্জ করলে কমপক্ষে এক মাস সেভ করা যায়। পণ্যটির অপরেশন বা ব্যবহার উপযোগীতাও অত্যন্ত সহজ। কেবল পাওয়ার সুইচ খুলে মোবাইলের সঙ্গে সংযুক্ত করলেই চার্জ হয় যায়। এবং যা দিয়ে ২০ থেকে ৩০ মিনিট কথাবলা এবং কয়েক ঘন্টা স্ট্যান্ডবাই করে রাখা যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক