Web bengali.cri.cn   
শুভ নববর্ষ
  2013-04-09 10:04:53  cri

ইতিহাস সাক্ষ্য দেয়, ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়েছিল। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় ১৫৫৬ সালের ৫ই নভেম্বর থেকে। শুরুর দিকে এই সনের নাম ছিল'ফসলি সন'। পরে এটি 'বঙ্গাব্দ' বা 'বাংলা বর্ষ' নামে পরিচিতি লাভ করে। বস্তুত, আকবরের আমল থেকেই পহেলা বৈশাখ উদ্‌যাপন শুরু হয়েছিল। তখন প্রজাদের সবাইকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। এর পরদিন অর্থাত্ পহেলা বৈশাখে ভূমির মালিকরা লোকদের মিষ্টি খাওয়াতেন। এ-উপলক্ষ্যে তখনও বিভিন্ন উত্সবের আয়োজন করা হত। তখনকার দিনে 'হালখাতা' খোলাই ছিল মূল উত্সব। 'হালখাতা' হল বাংলা সনের প্রথম দিনে ব্যবসার হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। হালখাতার অনুষ্ঠান এখনো দুই বাংলায় হয়।

আধুনিক কালে ১৯১৭ সালে প্রথম বাংলা নববর্ষ পালন করা হয় বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জয় কামনা করে সে-বছর পহেলা বৈশাখে 'হোম কীর্ত্তণ' ওপূজোর আয়োজন করেছিল বাঙালি হিন্দুরা। ১৯৩৮ সালেও একই ধরণের পূজোর আয়োজন করা হয়েছিল। তবে, বাংলায় ১৯৬৭ সাল থেকেই ঘটা করে 'পহেলা বৈশাখ' পালনের রীতি জনপ্রিয়তা পেতে শুরু করে এবং কালক্রমে তা বর্তমান রূপ ধারণ করে।

মোটামুটি এই হচ্ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের গল্প। সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক