Web bengali.cri.cn   
ভারতীয় অধিবাসী নারীরা স্মার্ট মোবাইলের মাধ্যমে নিজেকে রক্ষা করতে শুরু
  2013-03-28 18:59:15  cri

জাপানের পত্রিকার সুত্রে জানা গেছে, নয়াদিল্লিতে কুখ্যাত গণধর্ষণের পর ভারতীয় অধিবাসী নারীরা স্মার্ট মোবাইলের মাধ্যমে নিজেকে রক্ষা করতে শুরু করেছেন। তাদের স্মার্ট মোবাইলে সেট আপ করা হয়েছে ভার্চুয়াল দেহরক্ষী, প্যানিক রিং এবং হয়রানি কালোতালিকা অবস্থান ম্যাপ।

গত ডিসেম্বর ভারতে ২৩ বছর বয়সী একজন ছাত্রী ও তার ছেলেবন্ধু সিনেমা হল থেকে বাসায় ফিরার পথে গণধর্ষনের শিকার হয়। এরপর থেকে ভারতীয় নারীদের নিরাপত্তা আপলিকেশন সফ্টওয়ার ও ওয়েবসাইট ব্যবাহারের প্রতি আগ্রহ অনেক বেড়েছে।

গণধর্ষণের কারণে নারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়। এরই ধারাবাহিকতায় চারজন নারী ব্যবসায়ী নিরাপত্তা নগর ফোরাম নামক একটি ওয়েবসাইট তৈরী করে। এ ওয়েবসাইটের মাধ্যমে খারাপ উদ্দ্যেশে পিছে লাগা মানুষকে ভয় দেখা পারে। এই ওয়েবসাইটটি নারীদেরকে হয়রানি ও নির্যাতনের ঘটনা প্রকাশ করতে উত্সাহিত করে। এর মাধ্যমে যৌণ হয়রানি বা বিকৃত আচরণের মানুষদের তালিকা তৈরী করতে পারে। এরপর ওয়েবসাইটটি ঘটনাস্থলটি ম্যাপের মাধ্যমে চিহ্নিত করবে। যারা এই হয়রানির হাত থেকে মুক্তি পেতে সতর্কতামূলক সেবা পেতে চান, তারা ওয়েবসাইটের কাছে জানতে পারেন।

এ ওয়েবসাইট প্রযুক্তি কোম্পানির উদ্ভাবিত সেফ ট্র্যাক সফ্টওয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে। সেফ ট্র্যাকে একটি Sos বাটন রয়েছে, যাতে জরুরি অবস্থায় আত্মীয়স্বজন ও বন্ধু'র যোগাযোগ করা যায় বা এ অনুযায়ী গ্রাহকের অবস্থান ট্র্যাক করা যায়।

বিশেষত, যাদেরকে কাজের কারণে দেরিতে বাসায় ফিরতে হয়, সে সকল নারীদের জন্য এ সফ্টওয়ারটি তৈরী করা হয়েছে।

এই আবিস্কারকে উত্সাহ দিয়েছে ভারতীয় সরকার। বর্তমানে ভারতের ইন্টারনেট টেকনলজি ও বাণিজ্যিক বিভাগের জাতীয় সফ্টওয়ার ও সেবা কোম্পানি ফেডারেশন নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সবচেয়ে উপযোগী এবং কার্যকর সফ্টওয়া সংক্রান্ত গবেষণা এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম চালাচ্ছে।

আচ্ছা প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রায়ই শেষ প্রান্তে চলে এসেছি আমরা। শেষ করার আগে আমরা বাংলাদেশের ফ্রেডস রেডিও ক্লাবের সভাপতি রানার ইমেইল পড়ে শুনাতে চাই। ইমেইলে তিনি লিখেছেন: গত ১৪.০৩.২০১৩ ইং তারিখের অনুষ্ঠানে আনন্দময় জীবন পর্বে " স্বাস্থকর

খাবার খাওয়ার অভ্যাস " নিয়ে যে ১০টির ও বেশী টিপস দেওয়া হল । এই টিপসগুলো অনুসরন করলে কার্যকর ফল বয়ে আনবে। সবার ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত। আগামি অনুষ্ঠানে চুলের খুশকি দুর করার উপায় নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ রহিল।"তথ্যপ্রযক্তি হালচাল " পর্বে এপল এর আই পাড নিয়ে প্রতাবেদন খুব ভাল হয়েছে ।

প্রতি বৃহস্প্রতিবার আমি হাল শৈলী অনুষ্ঠান মন দিয়ে শুনি কারন আমি এই ধরনের টপিকস আমার খুব ভাল লাগে ।

ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যাবদা।

আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক