

উপাত্ত অনুযায়ী, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত চায়না ইউনিকমের থ্রী-জি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার। থ্রী-জি ব্যবহারের হার প্রায় ৩২ শতাংশ। এর প্রেক্ষিতে চীনের আরেকটি বড় টেলিযোগাযোগ ব্যবসা প্রতিষ্ঠান চায়না মোবাইল কমিউনিকেশন করপোরেশন অর্থাত্ চায়না মোবাইল ভবিষ্যত স্মার্টফোন বাজার দখল করার জন্য সক্রিয়ভাবে ফোর-জি ভ্রাম্যমাণ টেলিযোগাযোগ নেট বিন্যাস করছে। ফেব্রুয়ারির প্রথম দিকে চায়না মোবাইলের চেনচিয়াং শাখা কোম্পানি আনুষ্ঠানিকভাবে হাংচৌ আর ওয়েনচৌ - এ দুটি শহরে ফোর-জি ব্যবসা পরীক্ষামূলকভাবে চালু করেছে।
চীনের ইন্টারনেট তথ্যকেন্দ্র প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ চীনের নেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ কোটি ৪০ লাখ। ইন্টারনেট সম্প্রসারণের হার ৪৩.১ শতাংশ। ২০১১ সালের একই সময়ের অঙ্ক থেকে এটা ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে চীনের ভ্রাম্যমাণ ইন্টারনেট বাজারের আকার ছিল ৫৪৯৭ কোটি ইউয়ান, প্রবৃদ্ধির হার ৯৬.৪ শতাংশ। এ অগ্রগতির প্রক্রিয়ার মধ্য দিয়ে চীন স্মার্টফোন যুগে প্রবেশ করেছে। (ইয়ু/এসআর)

| ||||



