Web bengali.cri.cn   
ভবিষ্যতে পাঁচটি প্রবনতা: ফোর্বস
  2013-03-21 17:06:27  cri

মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগজিনের এক প্রবন্ধে ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়নের পাঁচটি প্রবণতার কথা বলা হয়েছে। অ-স্পর্শ ইন্টারফেস, মৌলিক কন্টেন্ট এবং থিংস ইন্টারনেটসহ পাঁচ প্রবণতা অন্তর্ভুক্ত হয়েছে।

আমরা সরাসরি হাত দিয়ে স্পর্শ করে কম্পিউটার অপরেট করতে অভ্যস্ত। যারা ৭০ ও ৮০ দশক জন্মগ্রহণ করেছেন, তারা কিবোর্ড ও মাউস ব্যবহার করতে অভ্যস্ত। পাশাপাশি যারা ৯০ দশক থেকে ২০০০ সালে পর জন্মগ্রহণ করেছেন, তাদের এসএমএস পাঠানো শিখতে হয়ছিল। বলা হয়, একটি নতুন প্রযুক্তি আয়ত্ত করতে হলে নতুন দক্ষতার উন্নয়ন করতে হয়।

কিন্তু এপর্যায়ে ভবিষ্যত প্রজন্মের গ্রাহককে আর কষ্ট করে প্রযুক্তি ব্যবহারের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে না। এক্ষেত্রে অ-স্পর্শ ইন্টারফেস অসাধারণ প্রযুক্তি। সফ্টওয়ারের Kinect, আপেলের Siri এবং গুগলের চসমা এ সব নতুন প্রযুক্তির কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করা বা এর সাথে আমাদের খাপ খাওয়াতে হবে না বরং কম্পিউটার নিজেই আমরা কি চাই সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। আমরা এমনও কল্পনা করতে পারি যে, আগামী দশ বছরের মধ্যে মানব ও কম্পিউটারের মধ্যে যে আদান-প্রদান হবে তা মানব ও মানবের মধ্যে আদান-প্রদানের মতোই এতে আর কোনো পার্থক্য থাকবে না।

গত কয়েক বছরে প্রযুক্তি আরও বিশেষায়িতকরণ, সামাজিকীকরণ এবং গতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু Netflix এ্যামজন, সফ্টওয়ার, গুগল ও আপেলসহ বিভিন্ন কোম্পানি মৌলিক কন্টেন্টের মাধ্যমে ভোক্তাদের আকর্ষণ করতে চায়।

মৌলিক কণ্টেন্ট উন্নয়ন গ্রাহক ধরে রাখা ও আকর্ষণের আর নতুন কৌশল। Netflix সর্বপ্রথমে প্রচলিত সিরিয়াল-(House of Cards) মধ্য দিয়ে সাফল্য অর্জন করেছে। এরপরই এ্যামজন ও সফ্টওয়ার শিগগরই এ ক্ষেত্র উন্নয়নের কথা ঘোষণা করেছে।

গত দশ বছরে World of Warcraft ( WOW ) সহ বিভিন্ন অনলাইন গেমস সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠে। সাধারণত আমরা জানি মানুষের বিপরীতে কম্পিউটার প্রতিপক্ষ হয়ে খেলে থাকে। কিন্তু এবারের আবিস্কৃত সফ্টওয়ারটিতে মানুষ-খেলোয়ারের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী কম্পি্উটার নয়, বরং হাজার হাজার জীবন্ত মানুষ থাকবে। অর্থাত্ আপনি আপনার কম্পিউটারে চালু করা খেলাটির প্রতিদ্বন্দ্বী খুজে পেতে পারেন অজানা অন্যকোনো কম্পিউটার ব্যবহার করা মানুষকে। তার সাথেই আপনি আপনার ঘরে বসে খেলতে পারেন। আপনি হয়তো তাকে কখনোই দেখেন নি। শ্রোতা বর্তমানে এই সফ্টওয়ারটি আর শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং এই খেলাটি এখন নানা ধরণের সামাজিক সমস্যার সমাধান বা শিক্ষাদান পদ্ধতিতেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে Khan Academy হাজার হাজার শিক্ষাদান ভিডিও প্রদান করেছে। Code Academy যে কোনো লোকের কাছে বিভিন্ন শিক্ষাদান করতে পারে। এ পদ্ধতি এমন কি রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রেডিট Reddit এর আস্ক মি এনিথিং চ্যানেলে গুগলের Hangouts চ্যাট সফ্টওয়ারের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছেন।

বর্তমানে থিংস ইন্টারনেট খুব প্রচলিত। এ প্রযুক্তির মাধ্যমে আমরা যে কোনো ধরণের জিনিসের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারি। যেমন, বাড়িঘর, গাড়ি এবং পথের যে কোনো জিনিস আমাদের স্মার্ট মোবাইলের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে এবং সেগুলোর মধ্যে মিথস্ক্রিয়া হতে পারে।

আগামী কয়েক বছরের মধ্যে দু'টি প্রযুক্তি জোরদার হবে বলে অনুমান করা হচ্ছে। প্রথমটি হচ্ছে: সংলগ্ন দু'টি সরঞ্জাম পারস্পরিক ডেটা বিনিময় করার NFC প্রযুক্তি। দ্বিতীয়তটি: আশেপাশের পরিবেশ থেকে বিদ্যুত সংগ্রহ করতে দক্ষ আল্ট্রা-নিম্ন শক্তি সম্পন্ন চিপ।

কম্পিউটার জন্মগ্রহণের শুরুতে একটি যন্ত্র পুরো ঘর দখল করে রাখত এবং বিশেষ প্রযুক্তিবিদ ছাড়া এটি অপারেট করা যেতো না। কিন্তু এখন কম্পিউটারের ব্যবহার প্রায় প্রতিটি ঘরে। বর্তমানে এমন কি ছোট্ট শিশুটি পরযন্ত অল্প কয়েকদিনের মধ্যে কোম্পিউটার ব্যবহার আয়ত্ত করতে পারে। বর্তমানে তিন চার বছরের বাচ্চারা সহজে আইপ্যাড ব্যবহার করতে পারেন।

ভবিষ্যতে কম্পিউটারের ব্যবহার অধিক জীবন ঘনিষ্ট হয়ে যাবে। কম্পিউটারের স্পর্শহীন ইন্টারফেসও দৈনন্দিন জীবনের সাথে মিশিয়ে যাবে। সিডির মাধ্যমে সফ্টওয়ার রিড করা ইতিহাস হয়ে যাবে। সে কারণে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি গ্রাহক কেন্দ্র করে মৌলিক কটেন্টের উন্নয়নের জন্য ব্যাপক হারে ব্যয়ের পরিকল্পনা করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক