Web bengali.cri.cn   
ফেসবুকের সঙ্গে সম্পর্ক জোরালো করছে ইয়াহু
  2013-03-15 18:38:59  cri
মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের দিকে মনোযোগ বাড়িয়ে এবং ফেসবুকের সঙ্গে সম্পর্ক শক্ত করার মাধ্যমে ইয়াহুকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়ার। সম্প্রতি সানফ্রানসিসকোতে গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেটেড আয়োজিত এক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে মায়ার বলেন, "ফেসবুকের অনেক সুবিধাই ইয়াহুর ব্যবহারকারীরা কাজে লাগাতে পারেন। এ সুযোগ আমরা কাজে লাগাতে চাই এবং ব্যবহারকারীদের আরও ভালো কিছু দিতে চাই।"

গত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইয়াহুর দায়িত্ব নেন মারিসা মায়ার। ই-মার্কেটার ইনকরপোরেটেডের প্রতিবেদন অনুযায়ী, গত বছর আমেরিকার বাজারে ইয়াহুর শেয়ার ৯ দশমিক ৩ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে আসে। এ বাজারে শীর্ষে রয়েছে গুগল। গত বছর বাজারে তাদের অংশ বাড়ে ১৫ শতাংশ থেকে ১৮ শতাংশে। ওই সময় ফেসবুকের বাজার আগায় ১৪ শতাংশ থেকে ১৫ শতাংশ। মায়ার বলেন, "অনেক অ্যাপ্লিকেশনই এখন মানুষ তাদের ফোনে ব্যবহার করে। আর তাই ইয়াহু এখন ৬০ থেকে ৭৫টি অ্যাপ্লিকেশনের প্রস্তাব দেবে।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক