Web bengali.cri.cn   
মেয়েরা ভক্ত স্মার্টফোনের, ছেলেরা ডেস্কটপের
  2013-03-15 18:38:05  cri
ছেলেদের তুলনায় মেয়েরা স্মার্টফোনের বেশি ভক্ত। সম্প্রতি শিশুদের প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ নিয়ে এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। টেলিগ্রাফ অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান মিনটেলের করা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সাত থেকে ১৫ বছর বয়সী মেয়েরা স্মার্টফোনের ভক্ত বেশি। ছেলেদের তুলনায় মেয়েরা স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ ও এমপিথ্রি পছন্দে এগিয়ে রয়েছে। ছেলেদের পছন্দ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার।

মিনটেলের গবেষক স্যামুয়েল গি এ প্রসঙ্গে জানান, যেসব প্রযুক্তিপণ্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ায় সেগুলো পছন্দ করে মেয়েরা আর ছেলেদের পছন্দ বিনোদনের উপযোগী পণ্যগুলো। গবেষণায় দেখা গেছে, ৪৫ শতাংশ মেয়েদের কাছে পছন্দের পণ্য হচ্ছে স্মার্টফোন, ছেলেদের ক্ষেত্রে ৩৫ শতাংশ। কখনও স্মার্টফোন ব্যবহার করেনি এমন শিশুদের হার প্রায় ১৫ শতাংশ।

গবেষকেরা জানিয়েছেন, তাঁদের গবেষণার সময় অধিকাংশ অভিভাবক মন্তব্য করেছেন যে, শিশুদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং তা ব্যবহার করতে শেখানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক