Web bengali.cri.cn   
সি আর আই ও নেপালের স্থানীয় বেতারের সহযোগিতার প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত
  2013-03-15 17:54:23  cri
মার্চ ১৫: নেপালে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ ছুন থাইয়ের সঙ্গে বুধবার চীন আন্তর্জাতিক বেতারের নেপাল শাখা 'সিডি এফ এমের' পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রকাশ বুবু পাউদেল দেখা করেন।

তাঁরা চীন ও নেপালের অর্থনীতি, সংস্কৃতি ও তথ্যমাধ্যমের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

নেপালের 'সিডি এফ এম' রেডিও এবং চীন আন্তর্জাতিক বেতার যে সহযোগিতা করছে, উ ছুন থাই তার প্রশংসা করেন। তিনি আশা করেন, এটা নেপালের জনগণের জন্য চীনকে জানার একটি সেতু স্থাপন করবে।

প্রকাশ বুবু পাউদেল উল্লেখ করেন, নেপালে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান প্রচারের ইতিহাস ৩৭ বছরের। একজন নিয়মিত শ্রোতা হিসেবে তিনি সি আর আইয়ের সঙ্গে সহযোগিতা করতে খুব আগ্রহী বলে জানান।

সি আর আই এবং 'সিডি এফ এম ৯২.৪' বেতারের মধ্যে সহযোগিতা শুরু হয় ২০১২ সালে। স্থানীয় এ রেডিও স্টেশনের মাধ্যমে নেপালে প্রতিদিন সি আর আইয়ের ১৮ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হয়। (শুয়েইফেইফেই/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক