Web bengali.cri.cn   
ম্মার্ট ব্যান্ড এইড
  2013-03-14 20:07:49  cri

শ্রোতা আপনারতো ব্যান্ড এইডের নাম শুনেছেন, যা সাধারণত ক্ষত স্থানে লাগানো হয়ে থাকে এবং এর মাধ্যমে ক্ষত স্থানে যাতে কোনো জীবানু সংক্রমণ না হয় অথবা ক্ষতটি বৃদ্ধি না পায় তার সুরক্ষা করে। তবে এ দ্রব্যটি ক্ষত স্থানের ব্যথা কমাতে পারে না। কিন্তু এবারে বাজারে আসার অপেক্ষায় রয়েছে নতুন এক ধরনের ব্যান্ড এইড যাকে ম্মার্ট ব্যান্ড এইড বলা হচ্ছে। এবং এই ব্যান্ড এইডকে একটি মহা আবিস্কারও বলা য়ায়।

সম্প্রতি বিদেশের এক প্রযুক্তি কোম্পানি Thimble Bioelectronics জৈব বিদ্যুত প্রযুক্তির মাধ্যমে বিশেষ ধরণের এই স্মার্ট ব্যান্ড এইড আবিষ্কার করেছে। এ ব্যান্ড এইড এক ধরনের বিদু্ত প্রবাহের মাধ্যমে চামড়ার গভীরে অনুভত ব্যাথায় হস্তক্ষেপ করে তা কমিয়ে দিতে পারে। ফলে আহতদের ব্যাথার কষ্ট ব্যাপক ভাবে কমে যায়।

প্রযুক্তিবিদরা অনুমান করে বলেন, জৈব বিদ্যুত্ ব্যান্ড এইড ব্লুটুথের সঙ্গে স্মার্ট মোবাইলের সংযুক্তির মধ্য দিয়ে এবং নিজ নিজ ব্যথার তীব্রতা অনুযায়ী বিশেষ সফ্টওয়ারের মাধ্যমে তা চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিশেষ এই যন্ত্রটি চলতি বছরের শেষ নাগাদে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Thimble Bioelectronics কোম্পনির প্রতিষ্ঠাতা Shaun Rahimi বলেন, বর্তমানে সারা বিশ্বে ১.৫ বিলিয়ান মানুষ কোনো না কোনো ব্যথায় ভূগছে। বর্তমানে জৈব বিদ্যুত্ চালিত এই ব্যান্ড এইড তাদেরকে ব্যাথা থেকে মুক্তি দিতে পারে বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং তিনিও এই পণ্য থেকে সুফল ভোগ করেছেন।

এ ব্যান্ড এইড খুব কাজে লাগে, তাইনা লিপন। আশা করি এই পণ্যটির দাম খুব বেশি হবে না। যাতে অধিকাংশ মানুষ এ আবিস্কারের সুফল ভোগ করতে পারে।

এবারের আমরা আপেল কোম্পানির দিকে দৃষ্টি ফেরাবো।

তাইওয়ানের Digitimes পত্রিকা সম্প্রতি তাদের নিজস্ব এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, চলতি বছরে আপেল আইপ্যাডের বিক্রির পরিমাণ অনুমাণিক ১০ কোটি থেকে ৮ কোটি ৮০ লাখে কমিয়ে আনা হবে।

জানাগেছে, আপেল চলতি বছরে ৯.৭ ইঞ্চ স্ক্রীন আইপ্যাডের বিক্রির পরিমাণ ৬ কোটি থেকে ৩ কোটি ৩০ লাখে কমিয়ে আনবে এবং আইপ্যাড মিনির বিক্রির পরিমাণ অনুমানিক ৪ কোটি থেকে ৫ কোটি ৫০ লাখে বাড়িয়ে দেবে। যার মানে আইপ্যাডের বিক্রির পরিমাণ অনুমানিক ১০ কোটি থেকে কমে ৮ কোটি ৮০ লাখে দাঁড়াবে।

বিশেষজ্ঞরা মনে করেন, আইপ্যাড মিনির দাম ৯.৭ ইঞ্চ স্ক্রীন আইপ্যাডের তুলনায় ১৭০ মার্কিন ডলার কম। আপেলের উর্ধ্বতন কর্মকতা জানান, আইপ্যাড মিনির আয় কোম্পানির গড় আয়ের তুলনায় কম। যার অর্থ হচ্ছে আইপ্যাড মিনির বিক্রির পরিমাণ যত বেশি, আপেলের সামগ্রিক বিক্রিলব্ধ আয়ও তত কমে যাবে। যা আপেলের মোট প্রবৃদ্ধির ওপরে প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা আরও বলেন, আইপ্যাড মিনির বিক্রির পরিমাণ আইপ্যাডের তুলনায় বেশি হয়েছে, এ বিষয়টিকে অনেকে খারাপ লক্ষণ হিসেবে দেখেছেন। কিন্তু এ অবস্থা আপাতত বেশি খারাপ মনে না হলেও অধিক খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, যদি ভোক্তারা আপেলের পণ্য ক্রয়ের পাশাপাশি অন্যান্য কোম্পানীসহ তাদের প্রতিদ্বন্দ্বী এ্যামজন, গুগল ও সামস্যাং-এর পণ্য অধিক হারে ক্রয় করে থাকে। এটা কেবল আয় কমার সাথে সংযুক্ত নয় বরং বাজারের কোটাও হারাবে।

আচ্ছা, প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা বাংলাদেশের শ্রোতা এবং আমাদের বেতারের মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম'র চিঠি শোনাতে চাই। চিঠিতে তিনি লিখেছেন: ওয়াং তান হোং রুবি।

আজকের হালশৈলী অনুষ্ঠানে মাথা ব্যাথা ভাল হবার কিছু টিপস জানলাম। ছোট বেলায় আমি প্রায়ই মাথা ব্যাথায় ভুগতাম। কিন্তু দুঃখের বিষয় তখন কেউ আমাকে এ ধরনের টিপস দিতে পারেন নি। তবে মাথা বা কপাল ব্যাথা হলে আমার মা একটি ছোট কাপড় ঠান্ডা পানিতে ভিঁজিয়ে আমার কপালে সেঁটে দিতেন আর কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ব্যাথা ভাল হয়ে যেত এবং আমি তত্‍ক্ষনাত্‍ ঘুমিয়ে পড়তাম। আমি নিশ্চিত আমার ঐ মাথা ব্যাথা কোন মাইগ্রেন রোগ ছিল না।

আজকের তথ্য প্রযুক্তির হালচাল পর্বে স্মার্টঘড়ি বা আইওয়াচ সম্বন্ধে জেনে অবাক হলাম যেটি আপেল স্যামসং

কোম্পানি খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে। জানলাম অভিনব এই ঘড়ি আবহাওয়ার সর্বশেষ তথ্য, শরীরে নাড়ীর গতি, শারীরিক নানা তথ্যসহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করবে। এমন একটি ঘড়ি হাতে পাওয়া সত্যিই

সৌভাগ্যের বিষয় নয় কি? আজকের এ দুটি প্রতিবেদন আমার অনেক ভাল লেগেছে। ধন্যবাদ হালশৈলীকে।

আগামী অনুষ্ঠানে শরীরের ত্বক কিভাবে ভাল রাখা যায় সে সম্পর্কে আলোচনা করলে খুশি হবো।

ভাই আশরাফুল, প্রথমে আপনি যে নিয়মিত আমাদেরকে চিঠি পাঠান এবং আপনার মতামত প্রদান করেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং মূল্যবান মতামত দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। আপনাদের কিছু আনন্দ দেওয়া, তথ্য দেওয়া এবং আপনাদের আরাম দেওয়া আমাদের অনুষ্ঠানের মূল নীতি। আবার ধন্যবাদ।

আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক