Web bengali.cri.cn   
বাংলাদেশে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে কোনো শিশু অসুস্থ হয়নি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  2013-03-13 19:02:07  cri
ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিশুরা অসুস্থ হয়েছে, এমন গুজব নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির।

বুধবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, একটি কুচক্রিমহল এ বিষয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। অপপ্রচার ছড়ানোর জন্য কক্সবাজারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, শিশুদের যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে তা আন্তর্জাতিকমানের এবং নিরাপদ। শিশুরোগ বিশেষজ্ঞরাও বলছেন এ নিয়ে আতঙ্কের কিছু নেই। খালি পেটে ভিটামিন ক্যাপসুল খাওয়ালো শিশুদের বমিবমি ভাব হতে পারে। তবে, এতে গুরুতর কোনো অসুস্থতা বা কোনোভাবেই মৃত্যুর ঝুঁকি নেই।

মঙ্গলবার সারাদেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ও ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্র থেকে ২ কোটি ১০ লাভ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গুজবের কারণে লাখ লাখ শিশুকে এ ক্যাপসুল ও ট্যাবলেট খাওয়াননি তাদের মাবাবা। তবে, সরকার বলেছে, শিশুদের আবারো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক