Web bengali.cri.cn   
সিয়ামেন পৌঁছেছেন কনফুসিয়াস ক্লাসরুমের বসন্তকালীন শিবিরের শিক্ষার্থীরা
  2013-03-08 11:09:35  cri

বসন্তকালীন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সিআরআইয়ের সংশ্লিষ্ট নেতা ভাষণ দেন

মার্চ ৮: সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে চীন আন্তর্জাতিক বেতারের কনফুসিয়াস ক্লাসরুমের বসন্তকালীন শিবিরের শিক্ষার্থীরা দক্ষিণ চীনের সুন্দর উপকূলীয় শহর সিয়ামেনে এসে চার দিনব্যাপী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি শুরু করেছেন।

তাঁরা সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। এ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষার শিক্ষকদের নেতৃত্বে তাঁরা চীনের সংস্কৃতি সম্পর্কে জানবেন। তা ছাড়া তাঁরা সিয়ামেনের ঐতিহাসিক দর্শনীয় স্থান ও পুরাকীর্তি পরিদর্শন করবেন এবং স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ রীতিনীতি সম্পর্কে জানবেন।

উল্লেখ্য, জাতীয় চীনা ভাষা সম্প্রসারণ কার্যালয় অর্থাত্ হানবানের সমর্থনে চীন আন্তর্জাতিক বেতার এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, রাশিয়া, ইতালি, জাপান, মঙ্গেলিয়া ও কেনিয়া থেকে আসা ২৪ জন শিক্ষার্থী প্রথমে পেইচিং ভাষা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চীনা ভাষা প্রশিক্ষণ নেন তারপর সিয়ামেন সফর শুরু করেন। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক