Web bengali.cri.cn   
মাইক্রোচিপ ব্যবহারের মাধ্যমে অন্ধদের দৃষ্টি দানের প্রযুক্তি আবিস্কার
  2013-03-07 18:35:25  cri

এ খবর কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সত্যি একটা সুখবর। বিদেশী সংবাদ মাধ্যমের সুত্রে জানা গেছে, সম্প্রতি জার্মানির Tuebingen বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা মাথায় মাইক্রোচিপ ব্যবহারের মাধ্যমে অন্ধদের দৃষ্টি দানের প্রযুক্তি আবিস্কার করেছেন। পরিক্ষামূলক ভাবে এ প্রযুক্তির ব্যবহারে ৯জন দৃষ্টিহীন সাফল্যের সঙ্গে সবকিছু দেখতে পান। এই রোগীরা প্রায়ই জেনেটিক শর্তাবলী Retinitis pigmentosa'র কারণে অন্ধকার হয়ে যায় আর কিছু দেখতে পারে না।

৩ মিলিমিটার মোটা এ মাইক্রোচিপ ১৫০০ পিক্সেল নিয়ে গঠিত। সঙ্গে সঙ্গে রয়েছে পরিবর্ধক ও মোটর। অক্ষিগোলকের পিছনে রেখে মোটর সৃষ্ট বিদ্যুত্ দিয়ে রেটিনার নার্ভ চাঙ্গা করে তোলে এই মাইক্রোচিপ। বৃটেনের রয়েল সোসাইটির জৈব গবেষণার রেকর্ড অনুযায়ী, সাম্প্রতিক পরীক্ষায় মাইক্রোচিপ রাখা অন্ধরা মানুষের মুখের অভিব্যক্তি, ফল, টেবিল ও রাস্তায় নির্দেশিকাসহ বিভিন্ন সামগ্রি দেখতে সক্ষম হয়েছে। এরদের মধ্যে দু'জন রোগীর দৃষ্টিশক্তি আগের ২৭জন রোগীর তুলনায় অনেক ভালো হয়েছে।

বলা যায় যে, এ গবেষণার মাধ্যমে কোনো বিশেষ ধরণের সরঞ্জাম ছাড়া রেটিনা জনিত সমস্যার কারণে হওয়া দৃষ্টি প্রতিবন্ধীরা পুনরায় দেখতে পাবেন। এটা সত্যি সত্যি তাদের জন্য একটি সুখবর। তাই না লিপন।

আশাকরি আমাদের প্রযুক্তিবিদরা আরও বেশি ভালো প্রযুক্তি আবিস্কার করবেন এবং প্রতিবন্ধীদের জন্য কল্যাণ বয়ে আনবেন।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রায়ই শেষ প্রান্ত চলে এসেছি আমরা। শেষ করার আগে আমি বাংলাদেশের নরগাঁর ফ্রেন্ডস রেডিও ক্লাবের প্রেসিডেন্ট Dewan Rafiqul Islam(Rana)'র চিঠি পড়ে শুনাতে চাই। ইমেইলে তিনি লিখেছেন: গত ২৮.০২.২০১৩ ইং তারিখের অনুষ্ঠানে " মাথা ব্যাথা বা মাইগ্রেন ভাল করার জন্য যে টিপসগুলো দেওয়া হল তা চমত্কাগর ফল বয়ে আনবে। তবে কিছু চীনা টিপস দিলে আরো ভাল হত । আগামি অনুষ্ঠানে চুলের খুশকি দুর করার উপায় নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ রইল। প্রতি বৃহস্প্রতিবার আমি হাল শৈলী অনুষ্ঠান মন দিয়ে শুনি কারন আমি এই ধরনের টপিকস জানতে চাই ।

ভাই রানা, চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধের কথা মনে রাখলাম। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। আশাকরি কখনো আপনার অনুরোধের অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন।

আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক