Web bengali.cri.cn   
অ্যাপেল ও স্যামসাং স্মার্ট ঘড়ি তৈরি করতে যাচ্ছে
  2013-02-28 18:42:48  cri

আপনি কি এমন একটা ঘড়ি কখনো আশা করেন নি? যেটা সব সময়ে অর্থাত্ দৌড়ানো, ঘুমানো, কাজ বা খেলাধুলা, গোসল করা সব সময় পরে থাকা যায়। শুধু তাই নয় আপনি কেবল কব্জি ঘুরালেই আপনাকে আবহাওয়া সর্বশেষ রিপোর্ট জানিয়ে দিবে, এমনকি নিজের নাড়ি ও তাপমাত্রাসহ শারীরিক অবস্থা সম্পর্কেও তাত্ক্ষণিক অবস্থা জানতে পারবেন। শ্রোতা, কি মনে হয় এমন একটি ঘড়ির স্বপ্ন আপনি কি কখনও দেখেছেন? হ্যাঁ স্বপ্নটি প্রায় আপনার হাতের কাছে চলে আসেছে। বিদেশী সংবাদ মাধ্যমের সুত্রে জানা গেছে, অ্যাপেল স্মার্ট ঘড়ি-আইওয়াচ নিয়ে গবেষণা করছে এবং এটি তৈরী করতে অনেক সুদক্ষ কর্মী নিয়োগ করেছে। স্যামসাং কোম্পানিও আগামীতে তাদের নিজের স্মার্ট ঘড়ি বাজারে নিয়ে আসবে এবং এই ঘড়ি খাতে অ্যাপেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে।

নিউইয়র্কের সুত্রে জানা গেছে, অ্যাপেল ইত্যোমধ্যেই আইওয়াচ উন্নয়নের জন্য ১০০ জনের একটি দল গড়ে তুলেছে। এ দলের মধ্যে রয়েছে ডিজাইনার, হার্ডওয়ার ও সফ্টওয়ারবিদসহ প্রয়োজনীয় সকল সুদক্ষ কারিগরী কর্মীরা রয়েছেন। তারমানে আইওয়াচ প্রকল্প পরীক্ষামূলক পর্যায়ে দ্রুতই আত্মপ্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে।

টেলি যোগাযোগ বিশেষজ্ঞ এবং ফেই সিয়াং ওয়েবের সি ই ও সিয়াং লি কাং মনে করেন, সেন্সর স্মার্ট যন্ত্র স্মার্ট মোবাইলে সেপ আপ করা হয়েছে। এরপর যোগাযোগের কার্যকরিতা ধীরে ধীরে হারিয়ে যাবে। ওয়েব দর্শন, কমিউনিকেশনসহ বিভিন্ন কার্যকরিতারও প্রাধাণ্য আর থাকবে না। স্মার্ট ঘড়ি স্বাস্থ্য প্রশাসন ও সেবার নতুন বহনকারীতে পরিণত হবে।

আইওয়াচ অবারিত সম্ভাবনার দ্বার খুলতে পারে। মার্কিন একজন বিশ্লেষক এ কথা বলেছেন। তিনি বলেন, আইফোন ও আইপ্যাড ইন্টারনেটের জন্য সাবভারসিভ নকশা এনেছে। আইওয়াচ পরার মতো নতুন প্রাকৃতিক ব্যবস্থা গড়ে তুলবে। যেমন যদি আপনি বেশি খেয়ে ফেলেন এবং অতিমাত্রায় পেট ভরে যায়, তাহলে এ যন্ত্রের মাধ্যমে গ্রাহক জানতে পারবেন। খুব মজার তাই না বন্ধুরা।

আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক