Web bengali.cri.cn   
WinFS বাজারে ছড়িয়ে না দেওয়া গেট্স'র জন্য সবচে দুঃখের বিষয়
  2013-02-21 11:05:27  cri
প্রিয় শ্রোতা, এতক্ষণ চীনের বসন্ত উত্সব উদযাপনে চীনাদের নতুন রীতি বিষয়ে প্রতিবেদন শুনলেন। আচ্ছা, চলুন এবার তাহলে একটু বিশ্রাম নেয়া যাক। এ সময় আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটি গান-"কোন কিছু করার নেই"। উইগুর জাতির গায়ক এরকিন এই গানটি গেয়েছেন। এরকিন তার আবেগতাড়িত কন্ঠে ভালোবাসা ফিরে পাওয়ার আকুল আকুতি জানায়।

শ্রোতা গানের কথাগুলি এরকম: 'হালকা হাওয়ার দোলে খুলে দিয়েছি জানালা, যেন তুমি আসবে বলে। তোমার দুটি আঁখিতে ঝরে আলো, তাই আমার হৃদয়ের কষ্ট দূর করে। বলো তুমি আমারি অপেক্ষাতে আছো, সত্য সত্য অপেক্ষা যেন ভালোবাসার জন্য। যেতে চাই কাছে, তবু পারি না তো যেতে। এভাবেই অপেক্ষা করি, এভাবেই করি যাওয়া-আসা । শুধু তুমিই বুঝতে পারো না?

আচ্ছা প্রিয় শ্রোতা, গানটি ভালো লেগেছে নিশ্চয়ই, নিশ্চয়ই এই গান কিছুটা হলেও আপনার ক্লান্তি দূর করতে পেরেছে?

এবারে নিয়ে আসছি তথ্য প্রযুক্তি হালচাল।

সফ্টওয়ারের সিইও বিল গেটস গত সপ্তাহে বিখ্যাত যোগাযোগ ওয়েবসাইট Reddit'র আয়োজিত (Ask Me Anything) অনুষ্ঠানে বলেন, WinFS বাজারে ছড়িয়ে না দেওয়া তার জন্য সবচে দুঃখের বিষয়।

বর্তমানে সফ্টওয়ারের সিইও'র পদে থাকা সত্ত্বেও তিনি চ্যারিটির ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন। তিনি বলেন, 'অনেকই সফ্টওয়ারের কারনে আমাকে চিনেছেন এবং জানছেন। সফ্টওয়ার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি এখনও এর সিইও। আসলে চ্যারেটি কাজ করাটাই আমার পেশাগত চাকরি বলতে পারেন।

অনেক ওয়েবদর্শক তাকে জিজ্ঞাস করেন, তিনি Windows 7 বা Windows ৮ এর মধ্যে কোনটি বেশি পছন্দ করেন। এ প্রসঙ্গে গেটস বলেন, 'ভিশন যত উচ্চ পর্যায়ের, তথ্য তত ভালো হবে। তিনি মনে করেন, Windows ৮ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তবু তার সাথে পর্যাপ্ত ও যথাযথ হার্ডওয়ার ও অ্যাপ্লিকেশন থাকতে হবে।

এছাড়া একজন দর্শক জিজ্ঞাস করলেন, এমন একটি সফ্টওয়ার যেটি পুরোপুরি প্রস্তুত করা হয় নি, তবু আপনি এটাকে বাজারে নিয়ে আসার ভাবছেন কি করে। গেট্স বলেন, এটা হলো WinFS। WinFS ডেটার মতো Windows'র বিশেষ ডেটা হতে পারতো। কিন্তু অবশেষ সেটাকে বাদ দেওয়া হয়েছে।

কিন্তু গেট্স এ স্বপ্ন থেকে এখনো দূরে সরে আসেন নি। তিনি বলেন, WinFS'র প্রযুক্তি আগামী সফ্টওয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।

অনুষ্ঠানে বিল গেটস্ তার জীবন নিয়েও কিছু তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপার ধনী হলেও তিনি বই পড়ার অভ্যাস ছেড়ে দেন নি। তার ভালো বন্ধু এর জন্য জন্মদিনে তাকে বই'র উপহার দিতে থাকেন।

গেটস আরও বলেন, অনেক ইস্যু খরচ কম হলেও তাকে আনন্দ ও সুখ করাতে পারে। যেমন বার্গার খাওয়া এবং শিশুদের সঙ্গে আনন্দ করা। সুখ আসলে সহজ, তাইনা, শ্রোতাবন্ধুরা?

আচ্ছা, এ অনুষ্ঠান শেষ করার আগে আমি বাংলাদেশের ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের শ্রোতা মো: সোহেল রানা হৃদয়ের চিঠি চিঠি পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, "প্রিয় বন্ধু রুবী আপা ও লিপন ভাইয়া,

গত ২৪ জানুয়ারি ২০১৩ তারিখের হালশৈলী অনুষ্ঠানে আমাদের নতুন বন্ধু লিপন ভাইয়ের আর আপনার উপস্সাথাপনায় বেশ ভাল লেগেছে। ভাল থাকবেন।

ভাই দেবাশীষ, চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক