Web bengali.cri.cn   
সারফেসের প্রধান বাজার
  2013-02-14 18:23:02  cri

চীন সারফেসের প্রধান বাজারে পরিণত হয়েছে। সম্প্রতি সফ্টওয়ারের সিইও স্টিভ বালনার ফ্রান্সের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ-কথা বলেছেন।

তিনি বলেন, সারফেস নিয়ে বাজারে উন্মাদনার সৃস্টি হয়েছে। সফ্টওয়ার অনলাইনে ও বিশেষ দোকানে সারফেস ট্যাবলেট পিসি বিক্রি করতে থাকে। এ কারণে বর্তমানে এ পিসি অত জনপ্রিয় হয়ে ওঠেনি।

এবার সফ্টওয়ার চীনের বাজারে সারফেস বিক্রির আগে চীনের ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতা চালিয়েছে। সেজন্য চীনের ভোক্তারা সারফেসের সেবা নিতে পারে তাত্ক্ষণিকভাবে। পেইচিং ও শাংহাইসহ অনেক শহরে এক সময় এ-পণ্যের অভাবও দেখা দেয়।

এদিকে, চীনের বাজারে Windows 8 ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। আরও বেশি প্রতিষ্ঠান ও উন্নয়নকারী Windows 8 ব্যবহার করতে শুরু করে। সারফেসের মাধ্যমেও Windows 8 উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক