Web bengali.cri.cn   
বিশ্বের বৃহত্তম এইচডি স্মার্টফোন
  2013-02-08 17:40:26  cri

হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও দেখার সুবিধাযুক্ত বৃহত্তম স্মার্টফোন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানটেক। এ স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাটে ভিডিও দেখা যায়। খবর বিবিসি অনলাইনের।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর প্যানটেকের তৈরি স্মার্টফোনটির মাপ ৫.৯ ইঞ্চি। স্মার্টফোনটিকে বলা হচ্ছে 'ভেগা নম্বর ৬'। অবশ্য কোয়াড কোরের প্রসেসর আর উন্নত থ্রিডি জেশ্চার সুবিধার এ স্মার্টফোনটির দাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

প্যানটেকের ভেগা ছাড়াও বর্তমানে বাজারে ৬.১ ইঞ্চি মাপের স্মার্টফোন বাজারে এনেছে চীনের হুয়াউয়ে। তবে হুয়াউয়ের তৈরি অ্যাসেন্ড নামের এ স্মার্টফোনটিকে 'ফ্যাবলেট' শ্রেণীতে ফেলেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের চেয়ে ছোটো আবার ৬ ইঞ্চি মাপের স্মার্টফোনের চেয়ে বড় পণ্যকে 'ফ্যাবলেট' বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

বৃহত্তম স্মার্টফোন শ্রেণীতে পড়েছে ২০১১ সালে স্যামসাংয়ের তৈরি ৫.৩ ইঞ্চি মাপের গ্যালাক্সি নোট স্মার্টফোনটি। এ ছাড়াও ৫ ইঞ্চি মাপের স্মার্টফোন বিভাগের স্মার্টফোন রয়েছে ডেল, সনি, এলজি, এইচটিসি ও জেডটিই'র।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে আরো বড় মাপের স্মার্টফোনের দেখা মিলতে পারে।

প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান ওভামের গবেষকেরা জানিয়েছেন, বাজারে বড় মাপের স্মার্টফোনের চাহিদা বাড়ছে। যারা ট্যাবলেট ও স্মার্টফোন দুটি কেনার সামর্থ্য রাখেন না তাঁরা ফ্যাবলেটের দিকে বা বড় মাপের স্মার্টফোনে ঝুঁকছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক