Web bengali.cri.cn   
আইফোনের জনপ্রিয়তা কমছে এশিয়ায়
  2013-02-08 17:40:26  cri

সিঙ্গাপুর ও হংকংয়ের মতো এশিয়ার অনেক শহরেই অ্যাপলের তৈরি আইফোনের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় এশিয়ার শহরগুলোতে আইফোনের অনেক জনপ্রিয়তা ছিল। বর্তমানে আইফোনের প্রতি মানুষের টান কমে যাচ্ছে। আইফোনের বাজার দখল করছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন।

বাজারে এখন আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এসব ব্র্যান্ডের মধ্যে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন আইফোনের বাজারে ভাগ বসাচ্ছে।

স্ট্যাটকাউন্টের তথ্য অনুযায়ী, ২০১০ সালে সিঙ্গাপুরে অ্যাপল পণ্যের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। ২০১২ সাল পর্যন্ত সিঙ্গাপুরের বাজারের ৭২ শতাংশ ছিল আইওএসনির্ভর পণ্যের দখলে। তবে ২০১৩ সালের জানুয়ারিতে সিঙ্গাপুরে অ্যাপলের বাজার নেমে এসেছে ৫০ শতাংশের নিচে। এ বাজারের ৪৩ শতাংশ দখল এখন অ্যান্ড্রয়েডের।

হংকংয়ের বাজারে গত এক বছরে আইফোনের জনপ্রিয়তা ৫০ থেকে নেমে এসেছে ৩০ শতাংশে। তবে অ্যান্ড্রয়েডের বাজার বেড়েছে।

সিঙ্গাপুর আর হংকংয়ের প্রযুক্তি বাজারকেই এশিয়ার অন্যান্য শহরের প্রযুক্তি বাজারগুলো অনুসরণ করে। সিঙ্গাপুর আর হংকংয়ের বাজার হারানোর অর্থ এশিয়ায় অ্যাপলের জনপ্রিয়তা কমে যাচ্ছে।

সিঙ্গাপুরের সোশ্যাল মিডিয়া ডেভেলপার প্রতিষ্ঠান বাবল মোশনের প্রধান নির্বাহী টম ক্লেটন জানিয়েছেন, এখনো এশিয়ায় অ্যাপল ব্র্যান্ডকে উন্নত ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। তবে বাজারে আইফোনের প্রতিদ্বন্দ্বী অনেক স্মার্টফোন আসায় বাজার দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ছে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার মানুষ স্মার্টফোনে ঝুঁকছে সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক