

গত তিরিশ বছরের উন্নয়নের ফলে চীনের ইলেক্ট্রনিক্স উত্পাদনের পরিমাণ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। চীনের ইলেক্ট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাহির দেশগুলোতে বাজার তৈরীতে সক্রিয়। হাইর, হাইসেন, মিডিয়া, গ্রী এবং টিসিএল চীনের পাঁচটি বৃহত্তম ইলক্ট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরের মধ্যে সার্বিকভাবে সারা বিশ্বের বাজারে প্রবেশ করবে এবং বিশ্বের প্রথম তিনটি স্থান দখল করবে। পরিসংখ্যান অনুযায়ী চীনের স্মার্ট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি দাঁড়িয়েছে। যা চীনের মোবাইল ব্যবহারকারীদের ১০ শতাংশেরও বেশি। বিশ্লেষকরা বলেন, বর্তমানে আপেলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং কম খরচে মূল্য নির্ধারণের মাধ্যমে স্মাট মোবাইলের বাজার সুসংবদ্ধ করেছে। এ কারণে বিখ্যাত আপেলকে ঝুঁকিতে মোকাবেলা করতে হচ্ছে। এবং বর্তমানে এ খাতের পরিবর্তন দ্রুত বিস্তৃত হচ্ছে। কেননা আগামী তিন বছরের মধ্যে স্যামসাং'র পরিবর্তে নতুন কোনো ব্র্যান্ড বাজারে আসতে পারে। বিশ্ব বাজারে চীনা মোবাইলের অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। বিশ বছর আগে মটোরোলার বাজার, দশ বছরের আগে নোকিয়ার বাজার, পাঁচ বছরের আগে আপেলের বাজার এবং দু'বছরের আগে স্যামসাং এর বাজারে পরিণত হয়েছে। চীনের সৃজনশীল ব্র্যান্ড বাজারের তরঙ্গের সঙ্গে উঠানামা করেছিল। ইলেক্ট্রনিক্স পন্যের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বীতার পরিবর্তে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পন্যের গুণগতমান উন্নয়ন করা। গুণগতমানই মূলত পন্যের বাজারে একমাত্র শর্তে পরিণত হবে এবং বাজারে দখলে প্রধান উপায়ে পরিণত হবে। প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান শেষ করার আগে আমি বাংলাদেশের পাবনার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা: এস এম এ হান্নান'র চিঠি পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, "বন্ধু লিপন ও রুবী শুভেচ্ছা নিবেন। কম কথা বলা বুদ্ধিমানের লক্ষণ বিষয়ে আপনাদের দু জনের মুল্যবান কথা শুনলাম। আসলে কম কথা বলার জন্য আমাদের ইসলাম ধর্মেও তাকিদ দেয়া হয়েছে । এ অনুষ্ঠানে নিজেকে কিভাবে তৈরি করতে হবে টিপস খুবই ভাল লাগল, সবচেয়ে ভাল লাগল কৌতুকের পর রুবী আপুর মধুমাখা অট্ট হাসি হৃদয়ে দোলা দেয়। আমাদের অনেক শ্রোতা আছেন যারা উপহার পাওয়ার জন্য মহা ব্যাস্ত হয়ে পড়ে। কিন্তু সি আর আই এর এরকম তথ্যসমৃদ্ধ অনুস্ঠান যে সবচেয়ে সেরা উপহার তা হয়তো অনেকে উপলব্ধি করতে পারে না। তাদের জন্য আশাকরি ভবিষতে আরও অনেক সমৃদ্ধ অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দিবেন আশাকরি। ভাই, চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)