Web bengali.cri.cn   
পরিবারের আর্থিক ব্যবস্থাপনা
  2013-02-07 19:08:21  cri

পরিবারের আয় ও ব্যয় সম্পর্কে আপনি কি সচেতন? পরিবারের সদস্যের সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য এটা জানা খুব দরকার। আজকের এ-অনুষ্ঠানে পরিবারের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কিছু টিপস আপনাদের খেদমতে পেশ করতে চাই।

১: নিজের আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে

প্রথমে আপনি নিজের আর্থিক অবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। তারপর ব্যয় সম্পর্কে ভালোভাবে চিন্তা করুন। এবার কতো ব্যয় করবেন এবং কতো সঞ্চয় করবেন, সিদ্ধান্ত নিন।

২: অবসর-পরবতী জীবনের জন্য প্রতি মাসে কিছু সঞ্চয় করুন

প্রতি মাসে যে আয় করেন, তা থেকে অবসর-পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় করুন।

অনেকে হয়ত জিজ্ঞেস করবেন: অবসর জীবনের জন্য এতো আগেভাগে সঞ্চয় করার দরকার কী? কারণ, হয়তো ৪০ বছর পর এ সঞ্চিত অর্থ আপনার কাজে লাগবে। তখন হয়তো আপনি বলবেন: অবসরে যাবার পরতো অবসরকালীন ভাতা পাওয়া যায়; গ্র্যাচুইটির টাকা পাওয়া যায়।

হ্যাঁ, এ কথা ঠিক। কিন্তু অবসর নেয়ার পর আপনি যে অর্থ পাবেন তা কি চাকরিরত অবস্থায় যা পাচ্ছেন, তার সমান বা কাছাকাছি হবে? নিশ্চয়ই না। তখন প্রতিদিনের ব্যয়ও তুলনামূলকভাবে বেড়ে যাবার কথা। সেজন্য অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে অবসর জীবনের দৈনন্দিন ব্যয়ে স্বাচ্ছন্দ বজায় রাখতে চাইলে, এখন থেকেই মাসিক আয়ের অন্তত ১০ শতাংশ অর্থ সঞ্চয় করে রাখুন। আর সঞ্চয়ের কাজটা এখনই শুরু করুন। যতো তাড়াতাড়ি সঞ্চয় শুরু করবেন, বেলা শেষে জমানো অর্থের পরিমাণটাও ততো বেশি হবে।

তিন: বিল চেক করুন নিয়মিতভাবে

প্রতিমাসে আপনাকে যেসব বিল পরিশোধ করতে হয়, সেগুলো নিয়মিত চেক করুন। বাসাভাড়া, টেলিফোন বিল, গাড়ির জ্বালানি খরচ এবং পার্কিং ফি আপনার মোট আয়ের ৬০ শতাংশে দাঁড়াতে পারে। এর মধ্যে বাসাভাড়া ও এ সংক্রান্ত ব্যয় সবচে বেশি।

বিশেষজ্ঞরা বলেন, প্রতি মাসে এসব প্রয়োজনীয় ব্যয় আপনার মোট আয়ের ৫৫ শতাংশের মধ্যে থাকা উচিত।

৪: জীবনযাত্রার ব্যয় সম্পর্কে নিশ্চত হোন

জীবনযাত্রার ব্যয়ের মধ্যে আছে খাদ্য, নতুন কাপড়, দৈনন্দিন বিনোদন এবং ভ্রমন। বিশেষজ্ঞরা বলেন, এ ব্যয় আপনার মোট আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

৫: কিছু অর্থ জরুরী প্রয়োজনের জন্য রেখে দিন

সর্বেশেষ এক জরিপ থেকে জানা গেছে, ১৮ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের মধ্যে ৫০ শতাংশ স্বীকার করেন যে, যদি জরুরী প্রয়োজনে ১০ হাজার টাকা ব্যয় করতে হয়, তখন তা যোগার করা তাদের জন্য খুবই কঠিন হয়ে ওঠে। তাই আপনার উচিত কিছু টাকা জরুরী প্রয়োজনের জন্য রেখে দিন। বিশেষজ্ঞদের মতে নানা ঘটনা মোকাবিলার জন্য প্রতিমাসের আয়ের ৫ শতাংশ আলাদাভাবে রাখা উচিত। জরুরি অবস্থা মোকাবিলার জন্য এ-টাকা খুব গুরুত্বপূর্ণ।

৬: সপ্তাহান্তে আয়-ব্যয়ের হিসেব করুন

বিশেষজ্ঞরা বলেন, প্রতি রাতে দিনের আয়-ব্যয় হিসেব করার দরকার নেই। প্রতি সপ্তাহের আয়-ব্যয় হিসেবের জন্য আধা বা এক ঘন্টা সময় হাতে রাখুন।

সাত: নগদ টাকায় কেনাকাটা করার অভ্যাস করুন।

আপনি কি ক্রেডিট কার্ডে কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে পড়েছেন? তাহলে এক সপ্তাহের জন্য এ অভ্যাস পরিবর্তন করে নগদ অর্থে কেনাকাটা করার চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলেন, এভাবে খরচ করলে আপনার অতিরিক্ত কেনাকাটার অভ্যাস পরিবর্তিত হতে পারে এবং এরপর ক্রেডিট কার্ডে কেনাকাটার সময় আপনি হয়তো যথেষ্ট সাবধান হয়ে উঠতে পারেন।

আট: অর্থের সঙ্গে আপনার মূল্যবোধ সংযুক্ত করুন।

অর্থ খরচের ক্ষেত্রে পরিবারের সদস্য, প্রেমিকা, চেরিটি বা সেবমূলক কাজ অথবা অন্যকিছু এদের মধ্যে আপনার কাছে কোনটি সবচে গুরুত্বপূর্ণ। আপনি কখনও চিন্তা করেছেন কি? কিভাবে অর্থের মাধ্যমে আপনার পছন্দ ও ভালোবাসার জিনিস রক্ষা করা যায় অথবা এর সময় আরও দীর্ঘ করা যায়। আপনার পরিবারের সদস্য, প্রেমিকা বা বন্ধুর সঙ্গে সাপ্তাহিক ছুটি উদযাপন করবেন না কি গরিব শিশুদের সাথে সেবামূলক সময় উপভোগ করবেন? অর্থ যখন আপনার বিশ্বাস এবং ইচ্ছার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে, তখন আপনি অর্থের মূল্যও উপলব্ধি করতে পারবেন। আর তখন আপনি অর্থ উপার্জনে অধিক প্রেরণা এবং উত্সাহ-শক্তি খুঁজে পাবেন।

প্রিয় শ্রোতা, 'আনন্দময় জীবন' পর্ব এ-পর্যন্ত। চলুন এবার তাহলে একটু বিশ্রাম নেয়া যাক। এই বিশ্রামের ফাঁকে আপনাদের একটি সুন্দর গান শুনাতে চাই। গানের নাম "সম্ভাবনা বেশি"। এটি জনপ্রিয় 'তু লালার পদোন্নতি' শিরোনামের টিভি নাটকের মূল সংগীত। তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ 'এসএইচই এ গানটি গেয়েছে।

টিভি নাটকে ওয়াইট কলার তু লালা একজন সাধারণ কর্মী থেকে নিজের প্রচেষ্টার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের একজন নেতা হওয়ার গল্প বর্ণনা করা হয়েছে। 'সম্ভাবনা বেশি' গানটি এ টিভি নাটকের পুরো কাহিনীকে ঘিরে লেখা হয়েছে। নারীরা আত্মবিশ্বাসী হলে ভবিষ্যতে অসীম সম্ভাবনা তৈরী হয়- এমন ধারণা দেয়া হয়েছে এ গানে।

গানের কথায় রয়েছে, "কে বলে আমি খুব দুর্বল, আমি কখনো মাথা নত করি না। দু'চোখে জল ভরে গেলেও সাহস রাখি। সাহসী নারীদের পক্ষেই সবকিছু করা সম্ভব।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক