Web bengali.cri.cn   
সানডান্স চলচিত্র উত্সব উদ্বোধন
  2013-01-18 16:34:50  cri

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উথাহ্ অঞ্চলের পার্ক সিটিতে উদ্বোধন হয়েছে সানডান্স চলচিত্র উত্সব। দশ দিন ব্যাপী এই উত্সবে সব স্বল্পদৈর্ঘ আর স্বতন্ত্র চলচিত্রগুলো প্রদর্শিত হবে।

সানডান্স উত্সব বলতে আদতে কি অর্থবহন করে তাই নিয়েই এ বছরের বেশ কয়েকজন একাডেমী এওয়ার্ড প্রতিযোগিতার অভিনেতা অভিনেত্রী নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে উঠেছিল। গোল্ডেন গ্লোব বিজয়ী আর্গো'র বেন আফ্লেক তাদেরই একজন এবং তিনি তো তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই এই উত্সব উপভোগ করছেন। তিনি বলেন-" এটা যেন আমি আর আপনি হট টাবে শুয়ে সাক্ষাত্কার প্রদান করছি, ঠিক, আপনিও জানেন, একভাবে সময়ের ব্যবহার করা। আমরা এই বিষয়টি নিয়ে এখনো কথা বলতে পারি, ঠিক? করোরই কিচ্ছু বলার নেই বা কেউ কিছু মনেও করবেনা। এখানের নিয়মটা একটু ভিন্ন। তাই না! আমি সত্যিই সানডান্স'কে ভালবাসি। এটা এমনই একটি উত্সব যা সত্যি, সত্যিই আমেরিকান সিনেমার জন্য গুরুত্বপূর্ণ"।

লিঙ্কনে'র শ্যালী ফিল্ড মন্তব্য করেন যে, তিনি প্রায় ১৬ বছর ধরে সানডান্স ইন্সটিটিউটের বোর্ড অব ট্রাস্টির সাথে যুক্ত ছিলেন, যে প্রতিষ্ঠানটি কেবল প্রতিবছর একটি উত্সব আয়জন করছে তাই নয় বরং বছরজুড়ে উত্সাহী, উদ্ভাবনী তরুণ চলচিত্র নির্মাতাদেরকেও সহায়তা প্রদান করে আসছে। তিনি বলেন, "সানডান্স ইন্সটিটিউট সত্যিই চলচিত্রে নবীন কণ্ঠের সন্ধান করে, তাঁদেরকে পরিচিত করে তোলে। নতুন বা নবীন বলতে এখানে কেবল বয়সে তরুন হওয়া বোঝায় না। নতুন কণ্ঠ এবং কোনো চলচিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের আগেই তাদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করা, কারন নির্মাণ প্রতিষ্ঠানতো তাদের সাথে যোগাযোগ করবেই"।

সিল্ভার লাইনিং প্লেবুক এর অভিনেতা ডেভিড ও রাসেল তো অকপটে বলেই ফেললেন যে, সানড্যান্স উত্সব না থাকলে তাঁর কোনো চলচিত্র-জীবনই থাকতো না। রাসেল বলেন, "যখন আমি শুধু মদ পরিবেশকের চাকরী করতাম, যখন আমার কেবল দৈনিক চুক্তির একটি চাকরি ছিল তখন সানড্যান্স আমার জীবনের গন্তব্য ঠিক করে দেয়। আমি একটি স্বল্পদৈর্ঘ চলচিত্র নির্মাণ করি আর সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য যাতে সানড্যান্স উত্সবে যেতে পারি"।

১৭ তারিখ থেকে শুরু হওয়া এই সানড্যান্স উত্সব আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত একটানা চলবে। (লিপন)

মন্তব্য
লিঙ্ক