Web bengali.cri.cn   
বিশ্বের সবচে দামী লেপটপ
  2013-01-17 19:36:31  cri

লেপটপ বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু। লেপটপ ব্যবহার করেনা এমন সামাজ আজ চিন্তাও করা যায় না। ডিজাইন আর ফ্যাশনই কেবল নয় দামের বিষয়টিও অনেক গুরুত্ব বহন করে। আজকের এ অনুষ্ঠানে আমরা বিশ্বের সবচে দামী লেপটপের কথা শেয়ার করবো।

বৃটেনের বিলাসজাত দ্রব্য প্রস্তুতকারী লুভাগলিও কোম্পানি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের লেপটপ তৈরী করেছে। এই লেপটপটি মার্বেল, জেনুইন লেদার এবং কাঠ এই তিন ধরণের বর্হিরাবরণে পাওয়া যাবে যার উপরে বিরল রঙের হীরার নক্সা অঙ্কন করা হয়েছে। ব্যবহারকারী তাঁর ইচ্ছেমত চেহারা ও সাশ্রয়ী স্পেস বাচ্ছাই করতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ধরনের লেপটপ মাত্র একটিই আছে। বলা হচ্ছে অদূরভবিষ্যতে এর চেয়ে আর দামী লেপটপ তৈরী করতে সম্ভব হবে না।

Tulip কোম্পানির E-GO লেপটপ দেখতে সুটকেসের মত। এ লেপটপের মূল্য ৩.৫৫ লাখ ইউরো।

Voodoo কোম্পানির ENVY H:171 লেপটপ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন। এ লেপটপের বেয়ার মেটাল মূল্য ৫০০০ মার্কিন ডলার এবং সেট লেপটপের মূল্য ৮৫০০ মার্কিন ডলার।

ThinkPad'র W700 লেপটপে প্রথবারের ন্যায় দুটি স্ক্রীন রয়েছে। এর মূল্য ৪৫০০ মার্কিন ডলার।

তোশিবা Qosmio G35-AV660'র DVD প্লেয়ার খুব উন্নত মানের। এর মূল্য ৩৫০০ মার্কিন ডলার।

এ অনুষ্ঠান শেষ করার আগে আমি বাংলাদেশের Naogaon'র Friends Radio Club'র প্রেসিডেন্ট Dewan Rafiqul Islam(Rana)'র চিঠি পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, "Dear sir,

how are you. we are fine.

Today I listened your programme via internet and visit webpage . Your

sound quality was good.

ভাই চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক