Web bengali.cri.cn   
২০১৩ সালের ব্যক্তিগত ইলেক্ট্রনিক পণ্য সম্পর্কে মন্তব্য
  2013-01-10 17:15:41  cri

'ফোন করা আরও সস্তা, টেলিভিশন আরও স্মার্ট'। ২০১৩ সালের শুরুতেই মার্কিন প্রবীণ আইটি পর্যবেক্ষক মশবার্গ ২০১৩ সালের ব্যক্তিগত ইলেক্ট্রনিক পণ্য সম্পর্কে এ-মন্তব্য করেছেন।

মশবার্গ যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রযুক্তিবিষয়ক লেখকদের অন্যতম। গত দোসরা জানুয়ারি তিনি ওয়াল স্ট্রিট জার্নালে লেখা ক প্রবন্ধে ব্যক্তিগত ইলেক্ট্রনিক পণ্য সম্পর্কে কিছু পুর্বাভাষ দিয়েছেন। আসুন জেনে নেয়া যাক পূর্বাভাষগুলো:

এক: ট্যাবলেট পিসি ল্যাপটপের বাজার দখলে রাখবে। ভোক্তারা ল্যাপটপ কেনা ছেড়ে দেবেন না। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য থাকবে ট্যাবলেট পিসি কেনার দিকে।

দুই: অ্যাপেলসহ বিভিন্ন কোম্পানি সফ্টওয়ার ও হার্ডওয়ার উত্পাদন অব্যাহত রাখবে। এসব প্রতিষ্ঠান নিজস্ব ব্র্যান্ডের হার্ডওয়ার, অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্ট পরিবেশসহ বিভিন্ন উপাদানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দেবে। মটোরোলা ক্রয়ের পর গুগলের অবস্থান আরো সুসংহত হবে। সারফেস প্রকাশের পর মাইক্রোসফট সৃজনশীল ব্র্যান্ডের মোবাইল প্রকাশ করতে সক্ষম হবে।

তিন: স্মার্ট টেলিভিশন আত্মপ্রকাশ করবে।

বর্তমানে স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের সাথে নেটওয়ার্ক ও নেট ভিডিও সংযুক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু সে-পণ্যগুলো দেখতে খুব ভারি। তাই স্মার্ট টেলিভিশন অধিকাংশ মানুষের কাছে অগ্রহণযোগ্য। এ অবস্থায় আইটি মহল ও ভোক্তারা অ্যাপেলের স্মার্ট টেলিভিশন বাজারে আসার প্রতিক্ষায় আছে।

চার: বর্তমানে স্মার্ট মোবাইল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এগুলোর সেবার মূল্য অনেক বেশি। প্রতিমাসে খরচ হয় ১০০ মার্কিন ডলারেরও বেশি। গুগলের অ্যান্ড্রয়েড এবং মাক্রোসফ্টের সিস্টেমসম্পন্ন স্মার্ট মোবাইলের সেবার গুণগতমান বাড়ার পাশাপাশি ২০১৩ সালে এর ব্যয়ও কমে যেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক অপারেটর মোবাইলের সীমাহীন ব্যবহারের জন্য মাত্র ১৯ ডলার করে নিচ্ছে।

পাঁচ: গুণগতমানসম্পন্ন বহনযোগ্য মিউজিক প্লেয়ার

২০১৩ সালে গুনগতমানসম্পন্ন সংগীত শোনাতে পারে এমন বহনযোগ্য মিউজিক প্লেয়ার জনপ্রিয় হতে পারে। এসব প্লেয়ারের ধারণক্ষমতাও অনেক বাড়বে।

৬: স্বাস্থ্য তত্ত্বাবধান সরঞ্জাম।

ঘুমের অবস্থা এবং হৃদস্পন্দনসহ শরীরের বিভিন্ন অবস্থার ওপর আরো কার্যকরভাবে নজরদারী করতে পারে এমন ঘড়ি বা ব্রেসলেট ২০১৩ সালে উদ্ভাবিত হবে বলে অনুমান করা হচ্ছে।

৭: নেটের মাধ্যমে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা

২০১৩ সালে ভোক্তারা নেটওয়ার্ক, স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির মাধ্যমে বাতি ও যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন।

এ ছাড়া, মোসবার্গ মনে করেন, লোকজন ক্লাউড কম্পিউটিং'র ওপর আরও বেশি করে নির্ভর করবে। ক্লাউড কম্পিউটিং লোকজনের দৈনন্দিন জীবন ও শিল্প উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের এই শ্রোতা বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "সুপ্রিয় বন্ধু রুবী।

আপনার উপস্থাপনায় 'হাল শৈলী' অনুষ্ঠানটি আমাদের কাছে খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের তথ্য দিয়ে আমরা বর্তমান বিশ্বের হাল ফ্যাশানের নানা তথ্য সম্পর্কে জানতে পারি। প্রযুক্তির নানা উদ্ভাবনের কথাও আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে পেয়ে থাকি। এক কথায় 'হাল শৈলী' একটি অনবদ্য অনুষ্ঠান। দারুন মজার মজার বিষয়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি সপ্তাহের এই দিনটির জন্য। আশা করছি নতুন বছরেও অনুষ্ঠানটি অব্যাহত রাখবেন।

ভাই সোহেল রানা হৃদয়, চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যা, নতুন বছরেও 'হাল-শৈলী' আগের মতোই চলতে থাকবে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক