


পূর্বাভাষ এক: ক্লাউড প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠবে
আইডিসির পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে নতুন ধরণের ক্লাউড প্রযুক্তি আবিস্কৃত হয়েছে, যার ফলে মানুষ সহজে প্রযুক্তিগত সেবা উপভোগ করতে পারছে। ২০১৩ সালে হাসপাতাল, নির্মাণ কোম্পানি ও ব্যাংকসহ অনেক শিল্পে ক্লাউড প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যাবে।
পূর্বাভাষ দুই: বড় ডেটার চাহিদা বাড়বে
২০১৩ সালে আরও বেশি গ্রাহক বড় ডেটা ব্যবহার করবে। আইডিসির পরিসংখ্যান অনুযায়ী, বড় ডেটা প্রতিবছর ৪০ শতাংশ করে বাড়ে। ২০১২ সালে বড় ডেটার বাজারের মুল্য ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। ২০১৩ সালে এ-মূল্য দ্বিগুণ হবে এবং ২০১৭ সালে এ-মূল্য ৫৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
পূর্বাভাষ ৩: যেখানে-সেখানে অফিসের কম্পিউটার ব্যবহার করা যাবে।
২০১৩ সালের শ্লোগান হবে 'ব্রিং ইওর ওন আইডি'। অর্থাত আপনি আপনার আইডি দিয়ে যে-কোনো স্থানে বসে অফিসের কম্পিউটারে লগ ইন করে কাজ করতে পারবেন। এ-প্রবণতা বাড়বে।
পূর্বাভাষ ৪: Windows 8 বাজার পাবে না
Windows 8 ও Windows Phone 8 বাজারে আসার পর থেকেই কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। বিশ্লেষক আহমেদ মনে করেন, সম্প্রতি স্টিভেন সিনোফস্কির পদচ্যুতি Windows 8'র হতাশার সাথে সম্পর্কিত। এটা এখন স্পষ্ট যে, Windows8পুরোপুরি ব্যর্থ হতে যাচ্ছে। নকিয়া, এইচটিসি ও পিসি প্রস্তুতকারীদের জন্যও ভালো খবর নেই। কিন্তু আপেল ও গুগলের জন্য এটি একটি সুখবর। একইসাথে আপেল ও সামসাং স্মার্ট মোবাইল খাতে ৫০ শতাংশ বাজার দখল করেছে।
এবার আসুন জেনে নিই ২০১৩ সালের নতুন প্রযুক্তি সম্পর্কে।
নতুন প্রযুক্তি এক: চিকিত্সায় 3D প্রিন্ট প্রযুক্তি সহায়তা দেবে
দু'হাজার তেরো সালে 3D প্রিটের খাতে আরও নতুন প্রযুক্তি আসবে। এর মধ্যে হাড় এবং শরীরের অন্যান্য অঙ্গের ছবি প্রিন্ট সংক্রান্ত প্রযুক্তি আরো আকর্ষণীয় হবে।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানি বিশ্বের প্রথম 3D জৈব প্রিন্টার তৈরি করেছে। এ প্রিন্টারের মাধ্যমে শরীরের শিরার ছবি প্রিন্ট করা যায়।
অন্যদিকে, কানাডার এক বিশ্ববিদ্যালয় বর্তমানে কঙ্কাল প্রিন্টার উদ্ভাবন করছে। এ-প্রিন্টারের মাধ্যমে শরীরের কঙ্কাল প্রিন্ট করা যাবে।
প্রযুক্তি দুই: দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ কনসোর্টিয়াম প্রযুক্তি ২০১২ সালে এ-প্রযুক্তি আমাদেরকে অবাক করেছিল। ২০১৩ সালে এ প্রযুক্তি আরও উন্নত হবে। বেলজিয়ামের প্রযুক্তি কেন্দ্র সম্প্রতি নতুন অদৃশ্য চশমা উদ্ভাবন করেছে। এ চশমার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল এসএমএসসহ বিভিন্ন তথ্য দেখতে পারেন।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের সি আর আই মনিটর প্রফেসর আশরাফুল ইসলামের চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "প্রীতিভাজনেষু
ওয়াং তান হোং রুবি আপু ও আলিম ভাইয়ার সাবলীল উপস্হাপনায় পরিবেশিত সিআর আই বাংলা বিভাগের "হালশৈলী" অনুষ্ঠানটি খুবই তাত্পার্যপূর্ণ একটি অনুষ্ঠান বলে আমি মনে করি। কারণ আমি ব্যক্তিগতভাবে "আনন্দময় জীবন" পর্বের বিভিন্ন পরিবেশনা শুনে অনেক উপকৃত হয়েছি। যেমনঃ বিভিন্ন চাপ থেকে নিজেকে মুক্ত রাখার উপায়, সাতটি ৩ মিনিটের উপযুক্ত ব্যবহার, ক্লান্তি দুর করার উপায়, অসুখ হলে চিকিত্স করা কী করেন --ইত্যাদি পরিবেশনা শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। এ ছাড়াও, বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক নানা উদ্ভাবন ও সাফল্যের খবর দিয়ে সাজানো তথ্যপ্রযুক্তির হালচাল পর্বটি "হালশৈলী" অনুষ্ঠানটিকে দারুনভাবে আকর্ষনীয় ও সমৃদ্ধ করেছে। সেদিন এক অনুষ্ঠানে "তথ্য প্রযুক্তির হালচাল" পর্বে "২০১২ সালে সিলিকন ভ্যালিতে উদ্ভাবনা" শীর্ষক পরিবেশনাটি আমার অনেক ভাল লেগেছে। আগামী কোন পর্বে মানুষেয় দাঁত ও চুলকে কিভাবে দীর্ঘস্হায়ী করা যায় সে বিষয়ে আপনাদের সুন্দর পরামর্শ পেতে চাই। এ ছাড়াও, এ অনুষ্ঠানে অত্যাধুনিক টেলিভিশন প্রযুক্তি নিয়ে আলোচনা শুনতে আগ্রহ প্রকাশ করছি। অনুষ্ঠানের বিরতিতে চমত্কাতর একটি মেলোডিয়াস গান পরিবেশন করলে মন্দ হয় না। একটু হাসাতে মাঝে মাঝে এ অনুষ্ঠানে দু'একটি কৌতুকও পরিবেশন করা যেতে পারে। ওয়াং তান হোং আপুর প্রযোজনায় এ-অনুষ্ঠানটি আগামীতে আরো আকর্ষনীয় ও সমৃদ্ধ হয়ে উঠবে এমনটিই প্রত্যাশা করছি। আমার এ লেখা শেষ করার আগে আপনাদের সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।।" ভাই আশরাফুল, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের সকল প্রচেষ্টা। চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)




