Web bengali.cri.cn   
২০১৩ সালে বিশ্বে মোবাইল বিজ্ঞাপনের মূল্য ১২৮০ কোটি মার্কিন ডলারে ছাড়িয়ে যাবে
  2012-12-20 19:51:37  cri

বৃটেনের গবেষণা প্রতিষ্ঠান 'ইনফরমা টেলিকমস অ্যান্ড মিডিয়া' বলছে: চলতি বছর সারা বিশ্বের মোবাইল বিজ্ঞাপনের মূল্য ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আগামী বছর এ-সংখ্যা বেড়ে ১২৮০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এরমধ্যে 'ইন-অ্যাপ এডভারটাইজিং' মোবাইল বিজ্ঞাপনের দ্রুত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অংশ। ২০১৬ সাল পর্যন্ত সারা বিশ্বে 'ইন-অ্যাপ এডভারটাইজিং' বিজ্ঞাপনের মূল্য ২০১১ সালের ৭ কোটি ডলার থেকে বেড়ে ১০২০ কোটি ডলারে দাঁড়াবে।

প্রতিষ্ঠানটির হিসেবে, মোবাইল ওয়েবসাইটে দেয়া বিজ্ঞাপনের উজ্জ্বল ভবিষ্যত থাকলেও, বর্তমানে এ-ক্ষেত্রে ব্র্যান্ড কোম্পানি ও বিজ্ঞাপনদাতাদের ব্যয় পিসি, টেলিভিশন, পাকলিকেশনস্ ও বেতারের তুলনায় কম।

ইনফরমা টেলিকমস্ অ্যান্ড মিডিয়া-র বিশ্লেষক শৈলেন্দ্র পান্ডে বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে 'ইন-অ্যাপ এডভারটাইজিং' দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ, স্মার্ট মোবাইল বিশেষ করে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।

মাইক্রোসফট ৯০ হাজার কর্মচারীকে বিনামূল্যে সারফেস ট্যাবলেট পিসি দেবে

বিদেশী সংবাদমাধ্যমের সুত্রে জানা গেছে, ৩ মাসে দেয়া প্রতিশ্রুতি পালন করবে মাইক্রোসফ্ট; ৯০ হাজার কর্মচারীর মধ্যে বিনামূল্যে সরবরাহ করবে সারফেস ট্যাবলেট পিসি।

গত সেপ্টেম্বর মাসে মাইক্রোসফ্টের বার্ষিক অধিবেশনে কোম্পানির সিইও স্টিভেন বলেছিলেন, কোম্পানির সকল কর্মচারীকে বিনাপয়সায় সারফেস ট্যাবলেট পিসি এবং 'ডাব্লিও পি ৮' মোবাইল ফোন দেয়া হবে।

এরইমধ্যে কিছু কর্মচারী এ-উপহার পেয়েছেন। তেমনই এক কর্মচারী টুইটারে লিখেছেন, 'আজ মাইক্রোসফ্ট সদর দপ্তরের ক্রিসমাস। আমরা সবাই সারফেস পিসি উপহার পেয়েছি।" অনেক কর্মচারীই টুইটারে এমনধারা মন্তব্য করেছেন।

জানা গেছে, মাইক্রোসফ্ট প্রথমে ১২টি দেশ ও অঞ্চলের কর্মচারীকে সারফেস উপহার দেবে। সে দেশ ও অঞ্চলের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন, জার্মানি, ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া, চীনের হংকং, অস্ট্রিয়া, পুয়ের্তো রিকো এবং নিউজিল্যান্ড। অন্য দেশ ও অঞ্চলকে দ্বিতীয় দফায় অন্তর্ভুক্ত করা হবে। তবে, সকল কর্মচারী ক্রিসমাসের আগেই সারফেস পিসি উপহার হিসেবে পাবে।

প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের এই শ্রোতা বাংলাদেশের চুয়াডাঙ্গার ইয়ং রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি নাঈমুর রহমান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "৬ই ডিসেম্বর হালশৈলী অনুষ্ঠানে সকালে খালি পেটে পানি পানের উপকারিতা জেনে খুব ভাল লাগল।" ভাই নাঈমুল, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের সকল প্রচেষ্টা। আপনি লেবুচা তৈরীর পদ্ধতি জানতে চেয়েছেন। আপনার অনুরোধ রাখতে আমরা এখন লেবুচা তৈরীর পদ্ধতি বলে দিচ্ছি:

পদ্ধতি এক: লেবু কেটে টুকরো করুন। টুকরোগুলো একটি পাত্রে রাখুন। টুকরোগুলোকে কিছু চিনি বা মধু দিয়ে মাখিয়ে নিন। এভাবে দিন দশেক রেখে দিন। তারপর যখনই চা খেতে চাইবেন, দু'এক টুকরো লেবু পাত্র থেকে তুলে নিয়ে গরম পানির সাথে মেশান। এ-পদ্ধিতে তৈরী লেবুচা শীতকালে পানের উপযোগী।

পদ্ধতি দুই: লেবু টুকরো করুন। তারপর হাত দিয়ে পিষে লেবুর রস হালকা গরম পানিতে মেশান। প্রয়োজনে কিছু চিনি মেশাতে পারেন।

ভাই নাঈমুল, লেবুচা তৈরীর পদ্ধিততো জেনে গেলেন। এবার ঝটপট তৈরী করে ফেলুন লেবুচা। চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক