Web bengali.cri.cn   
জাপানি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে মুখোশ
  2012-12-18 18:10:45  cri

'দি জাপান অফ টুডে' সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত এক খবরে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে মুখোশ-পরা জাপানি তরুণ-তরুণীর সংখ্যা বেড়েছে। জাপানের সংবাদমাধ্যমে মুখোশের হাল ফ্যাশনের ওপর খবর বেরোচ্ছো আজকাল।

গত বছরের মার্চ মাসে জাপানের 'নিউজ পোস্ট সেভেন' টোকিওর ফ্যাশন অঞ্চল শিবুয়ার ১শ' জন মুখোশ ব্যবহারকারী ব্যক্তির ওপর এক জরিপ চালিয়েছে। এর ফলাফলে জানা গেছে, তাদের মধ্যে ৩০ শতাংশ মানুষের মুখোশ পরার সঙ্গে রোগ অথবা এলার্জি প্রতিরোধের কোনো সম্পর্ক নেই। ডিসেম্বর মাসে টোকিওর সড়কে জাপানের বিনোদনমূলক অনুষ্ঠান 'জিপ' পরিচালিত এক জরিপে দেখা গেছে, মুখোশ পরা মানুষের সংখ্যা গত বারের জরিপের তুলনায় ১৪গুণ বেড়েছে।

যারা রোগ বা এলার্জিতে আক্রান্ত নয়, তারা কেন মুখোশ পরছে 'জিপ' তার ওপরও জরিপ চালিয়েছে। এর বেশিরভাগ জবাব ছিল: প্রসাধন না নেওয়া চেহারা লুকানো, উষ্ণ হওয়া থেকে মুখের ত্বক রক্ষা করা এবং ঘুমানোর সময় গলার শুকানো রোধ করা।

তথ্য সংগ্রহ ওয়েবসাই ন্যাভার ম্যাটোম-এর জরিপ অনুযায়ী, কোনো কোনো নারী মুখোশ পরাকে খারাপ প্রসাধন ঢেকে রাখার উপায় মনে করেন। কেউ কেউ মনে করেন, এভাবে তাদের আকর্ষণ শক্তি ধরে রাখা সম্ভব হয়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত একজন কিশোরী বলেন, "মুখোশ পরলে আপনাকে দেখতে আরো রহস্যময় মনে হবে। কারণ মুখোশ পরলে শুধু আপনার চোখ দেখা যাবে।"

জাপানের লেখক ইয়ুজো কিকুমোতো একটি বইয়ে জাপানি তরুণ-তরুণীদের মুখোশ পরার ধারা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, "মুখোশ পরা মানুষদের এক ধরনের ভয় আছে। তারা তাদের আশপাশের মানুষদের কাছে প্রকৃত নিজেকে প্রদর্শন করতে ভয় পান।"

কেউ কেউ এ-ও মনে করেন, এটা সম্ভবত তরুণ-তরুণীদের অতিরিক্ত ই-মেইল এবং সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া। মুখোশকে তারা 'প্রতিরক্ষা দেয়াল' হিসেবে ব্যবহার করেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক